পরিভ্রমণ নয় যেন যুদ্ধ জয়

0
323
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ঘন গজারি গাছের আচ্ছাদিত গহীন লাল মাটির টিলা ভাওয়ালের অরণ্য অঞ্চল গাজীপুর জেলা। বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলা রোভারের যাত্রা ১৯৭৬ সালে। গাজীপুর জেলায় প্রথম পিআরএস অর্জন ২০১৯ সালে, মৌচাক ওপেন গার্ল-ইন-রোভার স্কাউট ইউনিট হতে অর্জন করে এক সংগ্রামী মেয়ে রোভার স্কাউট নুসরাত জাহান রানী। জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুরে ১৯ জানুয়ারি ২০২০ মাহামন্য রাষ্ট্রপ্রতি ও চীফ স্কাউট মোঃ আবদুল হামিদ, রাণীকে পিআরএস অ্যাওয়ার্ড পরিয়ে দেন এবং সনদপত্র হস্তান্তর করেন।
শিশু ও যুব বসয়সীদের অতিরিক্ত যোগ্যতা অর্জন লক্ষ্যে কাজ করে যাচ্ছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন “স্কাউটস” স্কাউটিং বিশ্ব ব্যাপী (বর্তমানে ১৭১টি দেশে) যুব শিক্ষা মূলক ও সমাজিক আন্দোলন। ১৯০৭ সালে ব্যাডেন পাওয়েল লন্ডনে এই আন্দোলনের সূচনা করেন। ০৬ থেকে ২৫ বছর বয়সী ছেলে-মেয়ে “শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক, সামাজিক ও আধ্যাত্মিক” উন্নয়ন সাধনের মাধ্যমে সুনাগরিক গঠনে কাজ করে যাচ্ছে তিনটি শাখায় “কাব স্কাউট (৬ থেকে ১০+ বয়সী), স্কাউট (১১ থেকে ১৬+ বয়সী) ও রোভার স্কাউট (১৭ থেকে ২৫ বয়সী)”। নিদিষ্ট প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে স্কাউট সদস্যরা ব্যাজ অর্জনের মাধ্যমে ব্যাজ বা স্তর অতিক্রম করে, অর্জন করে সর্বোচ্ছ অ্যাওয়ার্ড। রোভার স্কাউট শাখার সর্বোচ্ছ অ্যাওয়ার্ড হচ্ছে, “প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড” (পিআরএস)। বাংলাদেশে মোট পিআরএস-এর সংখ্যা ১৭০ জন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here