সেভ দ্য রোড-এর দাবি মেনে ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্তে অভিনন্দন

0
353
728×90 Banner

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : সেভ দ্য রোড-এর দাবি মেনে ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, মহাসচিব শান্তা ফারজানা, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান আইয়ুব রানা, বিকাশ রায়, জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ২০০৮ সালের ১৪ আগস্ট, ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসি থেকে ৭ দফা দাবি নিয়ে কাজ করছি আমরা। ৭ দফার অন্যতম ছিলো নিহতর পরিবারকে ১০ লাখ ও আহতদের পরিবারকে কমপক্ষে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। সেই দাবি মেনে সরকার বলছে- সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদান কার্যক্রম আগামী ২২ অক্টোবর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সেভ দ্য রোড নেতৃবৃন্দ নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি আগামীতে তা ১০ লাখ টাকা করারও দাবি জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here