ট্টগ্রামের পূর্ব নাসিরাবাদে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ উদ্বোধন

0
91
728×90 Banner

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : সেলুনে আসা গ্রাহকদের বই পড়ায় উৎসাহিত করতে চট্টগ্রাম সিটির পূর্ব নাসিরাবাদে ‘সেলুন পাঠাগার বিশ্বজড়ে’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) বিকালে দুই নম্বর গেইটের মসজিদ গলি এলাকায় ফ্রেন্ডস হেয়ার জেন্টস পার্লার সেলুনে এর উদ্বোধন করেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সাজ্জাত হোসেন। এ সময় সেলুনের স্বত্বাধীকারী রাজীব কান্তি শীলের হাতে তাক ও বই তুলে দেন অতিথিরা।
আবৃত্তিশিল্পী আশিক আরেফিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন ‘সেলুন পাঠাগার বিশ্বজড়ে’ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক গোলাম মাওলা জসিম, নাট্যজন মোশারফ ভূঁইয়া পলাশ, যুবনেতা জাওয়িদ চৌধুরী, নাট্যকর্মী ফরহাদ শাহরুখ, পারভেজ চৌধুরী ও মোহাম্মদ আলী, ব্যবসায়ী মো. পারভেজ, সঙ্গীতশিল্পী আওয়াল খান শাহীন প্রমুখ।
অনুষ্ঠানে এই উদ্যোগের প্রশংসা করে মোহাম্মদ সাজ্জাত হোসেন বলেন, ‘সেলুন পাঠাগার বিশ্বজড়ে’ এর উদ্যোগের ফলে বইয়ের পাঠক সৃষ্টি হবে। সেলুনে এসে অপেক্ষায় থাকা গ্রাহকেরা বই পড়ে সময় কাটাতে পারবে। আমি এ উদ্যোগকে সাধুবাদ জানাই।’
উল্লেখ্য, কবি গোলাম মাওলা জসিমের ব্যক্তিগত অর্থায়নে ব্যতিক্রমী এই কার্যক্রমের আওতায় দেশের শতাধিক সেলুনে দুই বাংলার জনপ্রিয় লেখদের বই সম্বলিত বুক সেলফ শোভা পাচ্ছে। যেখানে সাধারণ মানুষ বই পড়ার অভ্যাস তৈরি করার পাশাপাশি জ্ঞান আহরণ করছেন।’

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here