ইজতেমার ময়দানে গরম তরকারি পড়ে ৭ মুসল্লি আহত

0
334
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: রান্না করা গরম তরকারি ও ডাল পড়ে পাঁচ মুসল্লি আহত হয়েছেন ইজতেমা ময়দানে। এ ঘটনা ঘটে শুক্রবার বেলা ১১টার দিকে ২নং খিত্তায় ।
আহতদের মধ্যে একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই মুসল্লিরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। অনেকেই সিলিন্ডার বিস্ফোরণের গুজব শুনে আতঙ্কে হুড়োহুড়ি করতে গিয়ে পড়ে যান। অনেক মুসল্লিকে মাঠের পাশের তুরাগ নদের পানিতে ঝাঁপ দিতে দেখা গেছে।
ঘটনাস্থল থেকে জানাযায় , ইজতেমার মাঠে মুসল্লিরা দুপুরের রান্না করছিলেন। রান্না শেষে ডাল আর তরকারি সরাতে গিয়ে মুসল্লিদের শরীরে পড়ে। এতে সাতজন আহত হন। এসময় হুড়োহুড়িতে আহত হয়েছে আরও ১৩ জন।
প্রত্যক্ষদর্শী হামিদ মিয়া জানান, সিলিন্ডার বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। ভিড়ে ঠেলাঠেলিতে গরম তরকারি ও ডাল পড়ে চার থেকে পাঁচজন সামান্য আহত হয়েছেন। কারও হাত-পা সামান্য পুড়ে গেছে।রীতি অনুযায়ী, প্রতিবছরের মতো এবারো সকালে স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে বয়ান চলছিল। তার পাশেই সিলিন্ডার গ্যাসে রান্না হচ্ছিল। এসময় হঠাৎই ছড়িয়ে পড়ে সিলিন্ডার বিস্ফোরণ আতঙ্ক। হুড়োহুড়িতে আরও ১৩ জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ইজতেমায় এ পর্যন্ত বার্ধক্যজনিত কারণে ৩ ও সড়ক দুর্ঘটনায় ১ মুসল্লির মৃত্যু হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here