গাজীপুর মহানগর জাতীয় পার্টির আহবায়ক কমিটি ঘোষণা করায় নেতাকর্মীরা ক্ষুব্ধ

0
184
728×90 Banner

মো: জাহাঙ্গীর আকন্দ : গাজীপুর মহানগর জাতীয় পার্টির আহবায়ক কমিটি ঘোষণা দিয়েছে পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব জিয়াউদ্দিন বাবলু। উক্ত কমিটিতে এমএম নিয়াজ উদ্দিনকে আহবায়ক করে ১৭৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। উক্ত আহবায়ক কমিটিকে ঘোষণা করে মহানগর জাতীয় পার্টি নেতৃবৃন্দরা গতকাল বুধবার মহানগর জাতীয় পার্টির কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় পার্টির সদর থানা সভাপতি ইসমাইল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মো: আব্দুস সাত্তার মিয়া, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি ও জাতীয় পার্টি সভাপতি গাজীপুর মহানগর, মো: জয়নাল আবেদীন, সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর, মো: ফারুকুল ইসলাম প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর, মো: ছোবহান সভাপতি বাসন থানা, আব্বাস আলী মন্ডল, মোস্তফা জামাল, এনামুল হক, আব্দুল করিম, আতাউর রহমান, ডা. আজিজ, মো: সবুজসহ মহানগর জাতীয় পার্টির বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা জাতীয় পার্টির সদ্য ঘোষিত গাজীপুর মহানগর আহŸায়ক কমিটির ঘোষণা দলের চেয়ারম্যান একক সিদ্ধান্তে ঘোষণা দেওয়া হয়েছে। এই কমিটি সম্পূর্ণরূপে অবৈধ পক্রিয়ায় অযোগ্য লোকের দ্বারা কমিটি ঘোষণা করেছে। এতে করে দলের দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করা হয়েছে। আমরা জাতীয় পার্টির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এই কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে পার্টির কাছে কমিটি বাতিল করে পুর্নরায় কমিটি ঘোষণার দাবী রাখবো। প্রয়োজনে মহানগরের প্রতিটি ওয়ার্ডে কমিটি বাতিলের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি দেয়া হবে। এ সময় সভাপতির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মো: আব্দুস সাত্তার মিয়া বলেন, সর্বকালের নিকৃষ্টতম কিট ভ‚য়া মুক্তিযোদ্ধা এম এম নিয়াজ যিনি মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতির কারণে চাকুরীচ্যুত হয়েছিলেন। তার মতো ব্যক্তিকে দিয়ে পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের হাতে গড়া জাতীয় পার্টি একটি কলঙ্ক অধ্যায় রচনা করেছে বর্তমান পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আশা করি জিএম কাদের তার সুদয় বুদ্ধি উর্দয় হবে। জাতীয় পার্টি সম্মেলন করে ত্যাগী, নিষ্ঠাবান কর্মীদের মূল্যায়ন করবেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here