নতুন মন্ত্রিসভার শপথ সোমবার

0
234
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আগামী সোমবার শপথ নিচ্ছে নতুন মন্ত্রিসভা। বিকাল ৩টায় বঙ্গভবনে নয়া সরকার গঠনে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যরা সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে সোমবার (৭ জানুয়ারি) বঙ্গভবনে শপথ নেবেন। সূত্র আরো জানায়, বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। দুদিন আগে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রাথমিক নানা প্রস্তুতি নেয়া হয়। আনা হয়েছে নতুন ব্রিফকেস। তৈরি হচ্ছে আলাদা ৪০ মন্ত্রণালয়ের ফাইল এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ বাক্যের খসড়া।
তবে নির্বাচন কমিশনের গেজেটের পর মন্ত্রিসভা বৈঠকের দিনক্ষণ ঠিক হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিম। ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ বিজয় লাভ করে। আওয়ামী লীগ এককভাবেই ২৫৯ আসন পায়। তৃতীয়বারের মতো দলটি শেখ হাসিনার নেতৃত্বেই সরকার গঠন করতে যাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিম বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্পূর্ণ প্রস্তুতি নেয়া হয়েছে। বঙ্গভবন থেকে নির্দেশ পাওয়ার পরই আনুষ্ঠানিকতার আয়োজন শুরু হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here