নারায়ণহাট প্রবাসী জনকল্যাণ পরিষদের বর্ষ পূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

0
187
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: জলবায়ুর নেতিবাচক পরিবর্তন থামাতে, সবুজ বাংলাদেশ রক্ষার লক্ষ্যে নারায়ণহাট ইউনিয়ন রেমিট্যান্স যোদ্ধাদের মানবিক সংগঠন নারায়ণহাট প্রবাসী জনকল্যাণ পরিষদ এর এক বছর পূর্তি উপলক্ষে ১৬ আগস্ট রবিবার সকাল হতে ইউনিয়ন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। নারায়ণহাট ইউনিয়ন রেমিট্যান্স যোদ্ধাদের মানবিক, অরাজনৈতিক ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের নারায়ণহাট প্রবাসী জনকল্যাণ পরিষদ এবং জাহাঙ্গীর-রোকেয়া কবির ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিটি কলেজ, মাদ্রাসা, বিদ্যালয়, মসজিদ ও মন্দিরে ১ হাজার বৃক্ষরোপণ, পবিত্র খতমে কুরআন, গরিব দুঃস্থদের মাঝে খাবার বিতরণ, মন্দিরে প্রার্থনা, ইউনিয়নবাসীকে শুভেচ্ছা বিনিময়, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন হয়। সকাল ১০ টায় অনলাইন কন্ফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুগ্ম সচিব মোঃ শওকত আকবর। সকাল ১০.৩০ মিনিটে নারায়ণহাট শিক্ষা কমপ্লেক্স ময়দানে কুরআন তেলওয়াত, গীতা পাঠ, জাতীয় সঙ্গীত সহকারে পতাকা উত্তোলন, এবং কেক কাটার মাধ্যমে শুভ উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নারায়ণহাট আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ তৌহিদুল আলম, নারায়ণহাট প্রবাসী জনকল্যাণ পরিষদের উপদেষ্টা মুহাম্মদ আহমদ ছাপা, বর্ষবরণ উদযাপন পরিষদের সভাপতি বাবু বিকাশ নন্দী মির্জারহাট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদ সদস্য জানে আলম সুমন মুন্সি, সাবেক ছাত্রনেতা ও সংগঠন দেশীয় সমন্বয়ক মুহাম্মদ গিয়াস উদ্দিন, দেশীয় সমন্বয়ক মুহাম্মদ নুরন্নবী রোমান, মুহাম্মদ আবুল হোসেন, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ দেলোয়ার হোসাইন, আল হাসানাইন মডেল মাদরাসা অধ্যক্ষ মাওলানা শাহ্আলম কাদেরী, মুহাম্মদ নাঈম উদ্দিন, মুহাম্মদ মনির হোসেন, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ আবদুর সামাদ, মুহাম্মদ জমিরুলহাছান, মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ রিয়াদ, মুহাম্মদ খোরশেদ, মুহাম্মদ ইমাম উদ্দিন প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here