পোরশায় কৃষকের শতাধিক আমগাছ ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা

0
97
728×90 Banner

সালাউদ্দীন আহম্মেদ, পোরশা, (নওগাঁ) প্রতিনিধিঃনওগাঁর পোরশায় উপজেলার নিতপুর পশ্চিম দুয়ারপাল গ্রামের মোঃ আহসান আলী ও জারজিস আলী নামক দুই কৃষকের যৌথ লাগানো ১ বছর বয়সী আম্রপালি আমের ১শ ৬টি গাছ কেটে ও ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।
শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় এমন চিত্র। কৃষক জার্জিস ও আহসান আলি জানান, গত দুই বছর আগে ব্যাংকে লোন নিয়ে ১০বছর মেয়াদে ৫বিঘা জমি ৫লক্ষ টাকায় দুয়ারপাল জামে মসজিদ কমিটির নিকট লিজ নিয়ে আম্রপালি আমের বাগান তৈরি করি। এতে ৪১০টি আমের গাছ লাগায়। গাছ গুলো লাগাতে খরচ হয় প্রায় ১লক্ষ ৫০হাজার টাকা।
এমতাবস্থায় শুক্রবার দিবাগত রাতে ১০৬টি মাসুম আমের গাছ কেটে ও ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। ক্ষতির পরিমান প্রায় দেড়লক্ষ টাকা জানিয়ে মসজিদের এ জমি নিয়ে কোন দ্বন্দ্ব বা ঝামেলা কারো সাথে ছিলোনা বলেও জানান তারা।
এঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসীসহ ক্ষতিগ্রস্থরা। এদিকে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আযম খান জানান, ক্ষতিগ্রস্থরা এখনো অভিযোগ নিয়ে আসেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here