ডেইলি গাজীপুর প্রতিবেদক: আগামী ২৮শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা মহানগর উওরের উপনির্বাচন।
এই উপনির্বাচনে ৪৯ ৫০ ৫১ ওয়ার্ড নিয়ে সংরক্ষিত মহিলা আসন ১৭ গঠিত হয় । কাওলার ও আশকোনা এলাকা নিয়ে গঠিত হয় ৪৯ নং ওয়ার্ড ও প্রেম বাগান, মোল্লারটেক, ইরশাল ও আজমপুর নিয়ে গঠিত ৫০ নং ওয়ার্ড এবং উওরা পশ্চিম থানাধীন ১১ ১২ ১৩ ১৪ নং সেক্টর নিয়ে গঠিত হয় ৫১ নং ওয়ার্ড ।কিন্তু ৫১ ওয়ার্ড্ ব্যতিত ৪৯ ৫০ নং ওয়ার্ড এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি ।এলাকার রাস্তা ঘাট, জলাবদ্ধতা, পয়ঃনিস্কাশন, গ্যাস, পানির ও অবকাঠামোর দিক দিয়ে যথেষ্ট পিছিয়ে আছে।
তাই এলাকার উন্নয়নে একজন সৎ নিষ্ঠবান নিরলোভ জন প্রতিনিধির যথেষ্ট গুরুত্ব রহিয়াছে । তাই এলাকাবাসী তাদের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার চিন্তা ভাবনা করছেন ।
এক সাক্ষাত্কারে কাউন্সিলর প্রার্থী গোলেনুর আহমেদ বলেন আমি এলাকাবাসী সেবার মনোভাব নিয়ে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। জনগন আমাকে নির্বাচিত করলে স্হানী এম ও মেয়র সহযোগীতা জনগনের জন্য কাজ করে যাবো।
আমার বিশ্বাস জনগন আমাকে যোগ্য মনে করে ভোট দিবেন। তাই আমি এলাকাবাসীর দোয়া ও সমর্থন চাই
।