“সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট” এর প্রতিষ্ঠাবার্ষিকিতে শিক্ষা বানিজ্য বন্ধের দাবি

0
315
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : শিক্ষাবাণিজ্য বন্ধ করে, চার ধারার শিক্ষানীতির পরিবর্তে সর্বজনীন গণতান্ত্রিক একই ধারার বৈষ্যমহীন বিজ্ঞানভিত্তিক শিক্ষাপদ্ধতি চালু করে জেলায় জেলায় পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মানসহ, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল ও পরবর্তীতে পথসভা করে সংগঠন এর ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিক পালন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গাজীপুর নগর শাখা। রোববার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ , সংগঠনের কর্মীদের নিয়ে মিছিলটি সংগঠনের শিববাড়িস্থ কার্যালয় থেকে শুরু হয়ে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এসে থেমে পরে পথসভা করে। সভায় সংগঠনের সহ সভাপতি মাধব চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে, অর্থসম্পাদক হারুন-অর রশিদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠন এর সাধারন সম্পাদক ছাত্রনেতা রাহাত আহমদ শুভ্র, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখার সাবেক আহবায়ক ছাত্রনেতা আল- আমীন হাওলাদার শ্রাবণসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার দুরবস্থার কথা তুলে ধরেন এবং ব্যাঙের ছাতার মত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার দাবি জানান, সেই সাথে বর্তমানে শিক্ষার মান যে দিন দিন কমে যাচ্ছে, শিক্ষার ব্যয়ভার বাড়ছে এই অবস্থার নিন্দা জানিয়ে অনতিবিলম্বে অবৈতনিক শিক্ষাব্যবস্থা চালু করার দাবি জানান। এবং ছাত্র রাজনীতির বিপ্লবী ধারাকে আরোও শক্তিশালী করতে সংগঠনের পতাকাতলে এসে শিক্ষা রক্ষার এই আন্দোলনে সামিল হবার আহবান জানান এবং পথসভার সমাপ্তি ঘোষণা করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here