গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় চত্বরে বেলা ১১ টায় বিদ্যালয়ের সভাপতি আব্দুল বারী শাহ্ চৌধুরীর সভাপতত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসল আলম শাহ্ চৌধুরী , অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও কল্যাণ চৌধুরী,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুর আলী, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী,মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম,বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম,ওসি তদন্ত মনিরুল ইসলাম প্রমুখ। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তরা বলেন, তোমাদের নিয়ম শৃঙ্খলা মেনে শান্ত ভাবে পরীক্ষায় অংশ নিতে হবে,শিক্ষা অর্জন করে বিদ্যালয় ও পিতা-মাতার স্বপ্ন পূরণ করতে হবে।তোমরা দেশ ও জাতীর আগামী দিনের ভবিষ্যৎ। বক্তব্য শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় দোয়ার মাহফিলে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা,অবিভাবক,শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।