
গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:“মাদক মুক্ত ক্যাম্পাস চাই” স্লোগানে সাপাহার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজে খোলা কাগজের ১১ সদস্য বিশিষ্ট পাঠক ফোরামের কমিটি গঠন হয়েছে। বুধবার সকাল ১০টায় সাপাহার সরকারী কলেজ ক্যাম্পাস শহিদ মিনার চত্তরে আনুষ্ঠানিক ভাবে খোলা কাগজের উপজেলা প্রতিনিধি প্রদীপ কুমার সাহাকে সমন্বয়ক, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আকরাম হোসাইন ও সাপাহার বিদ্যানিকেতনের অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী কে উপদেষ্টা করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
কমিটিতে বাংলা বিভাগের অনার্স ২য় বর্ষের ছাত্র বিভাগের মেহেদী হাসান সভাপতি এবং বাংলা বিভাগের মানছুরা খাতুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, এবং বাংলা বিভাগের বৃষ্টি প্রসাদ ভক্ত সহ-সভাপতি, শাহরিয়া ইকবাল সাংগঠনিক সম্পাদক, মনিষা সাহা প্রচার সম্পাদক, তানজিরুল আলম, আল-মামুন,মানিক হাসদা কে কার্যনির্বাহী সদস্য । এছাড়াও সাধারণ সদস্য হয়েছেন রসায়ন বিভাগের হাবিবুর রহমান,রাকিবুল হাসান ও মামুন অর রশিদ সহ ১১ সদস্য বিশিষ্ট পাঠক ফোরাম গঠন করা হয়েছে।
