৭১-এর পরাজিত দোসরদের স্বপ্ন কোন দিনই বাস্তবায়ন হবে না ——–আমরা মুক্তিযোদ্ধার সন্তান

0
46
728×90 Banner

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : ‘মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’-এর গৌরবের ২৫ বছর উদযাপন অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেছেন, ৭১-এর পরাজিত কোন রাজনৈতিক দল ও তাদের দোসরদের ক্ষমতা দখলের স্বপ্ন কোন দিনই বাস্তবায়ন হবে না। যতোই ষড়যন্ত্র হোক মুক্তিযুদ্ধের চেতনার সরকারই অধিষ্ঠিত থাকবে।
তারা বলেন, ১৯৭১ এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে সারা দিয়ে বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দীর্ঘ নয় মাসের যুদ্ধে বিজয় ছিনিয়ে এনে একটি মানচিত্র এই বাংলাদেশকে উপহার দেন। ৩০ লক্ষ শহীদ ২ লক্ষ মা বোনের সম্ভ্রম এর বিনিময়ে আমাদের এই অর্জিত স্বাধীনতা পরবর্তী সময়ে ধরে রাখার নিমিত্তে ১৯৯৭ সালের ১৯ অক্টোবর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর একমাত্র সংগঠন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান নামে আত্মপ্রকাশ হয়। নানান আন্দোলন সংগ্রাম এবং সফলতার আজকে ২৫ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। সেই লক্ষে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের লক্ষ্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটি কর্তৃক আজ বুধবার ১৯ অক্টোবর ২০২২ বুধবার বিকেল ৩টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিকেল ৪টায় সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে ৭১ এর সকল শহিদ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন, এরপর বিকেল ৫টা থেকে যথারীতি সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে কেক কাটা সহ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু, সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক বর্তমান প্রেসিডিয়াম সদস্য মোঃ আলমগীর হোসেন, প্রেসিডিয়াম সদস্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল ইসলাম মোল্লা, ২৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটি ২০২২ এর আহ্বায়ক সালমান মাহমুদ জসিম, ঢাকা উত্তরের সভাপতি নুরুজ্জামান ভূট্ট, আমরা মুক্তিযোদ্ধা আইনজীবী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট সাইফুল বাহার, এনামুলক হক কাজল, সহ-সভাপতি আমিনুল ইসলাম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক পুলিশের এএসপি তাপস কুমার দাস, উদযাপন কমিটির সদস্য সচিব শাহিনুর কবির বাবু, সাংগঠনিক সম্পাদক এড. নাজিম উদ্দিন চৌধুরী, কাজী দিলিপ, ইঞ্জি. শাহ পরান সিদ্দিক (তারেক), রুবিনা ইয়াসমিন অন্তরা, প্রচার ও প্রকাশনা সম্পাদক অনি সামদানী চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুর রউফ আনসারী, মহিলা সম্পাদিকা সাথি রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোঃ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আল মোমিন, ঢাকা মহানগরের সহ-সভপতি জাহাঙ্গীর হোসেন মিলন, শাহীন আলম, ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক নাজমুল হাসান সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল মোমিন, মোঃ জাকির হোসেন, পাকেল সাহা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পারভেজ প্রিন্স, ঢাকা জেলার সভাপতি সানোয়ার রাসেল, সাাধারণ সম্পাদক রনি সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here