অধ্যাপক ড. আনিসুজ্জামান এর মৃত্যুতে পুলিশ সার্ভিস এসোসিয়েশনের শোক

0
129
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : জাতীয় অধ্যাপক, বরেণ্য শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক ড. আনিসুজ্জামান এর মৃত্যুতে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার), পুলিশ সুপার, নারায়ণগঞ্জ জেলা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এদিকে, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের দপ্তর সম্পাদক ও ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন) আর এম ফয়জুর রহমান পিপিএম আজ এক শোক বার্তায় গনমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
আজ ডিএমপি’র এক সংবাদ বিঞ্জপ্তিতে বলা হয়,জাতীয় অধ্যাপক এবং ঢাকা বিশ্বিবদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।
এতে আরও বলা হয়,অধ্যাপক ড. আনিসুজ্জামান বাংলা ভাষা ও সাহিত্যে অবিস্মরণীয় অবদানের জন্য চিরঅম্লান হয়ে থাকবেন। ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস নিয়ে গবেষণার স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক ছাড়াও সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারও লাভ করেছেন। ভারত সরকারের দেওয়া তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পদকও পেয়েছেন। এছাড়াও আনন্দবাজার পত্রিকার দেওয়া আনন্দ পুরস্কার, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট. ডিগ্রি, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পদক লাভ করেন ড. আনিসুজ্জামান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here