অপেক্ষায় আইরিন

0
180
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন নায়কের সঙ্গে একজন নায়িকার ভালো সম্পর্ক থাকলেই যে সে খুব বেশি কাজ পাবে এটা আমি বিশ্বাস করি না। কাজ করতে এসে মেধা না থাকলে ব্যক্তিগত সম্পর্ক দিয়ে মিডিয়ায় কিছু হয় না। এখানে কাজ করতে এসে ব্যক্তিগত এবং পেশাগত সম্পর্ক এক করলে হবে না। দুটি দুই জায়গাতে থাকা উচিত বলে মনে করি আমি। এমনকি শোবিজের কেউ আমার জীবনসঙ্গী হলেও তার সঙ্গে আমার ব্যক্তিজীবন এবং কাজের জায়গায় সম্পূর্ণ আলাদা স্বাধীনতা থাকবে। অবশ্য ২০২১ সালের আগে বিয়ে নিয়ে ভাবছি না। নিজের পছন্দ থাকলেও পরিবারের অনুমতি নিয়েই বিয়েটা করতে চাই- কথাগুলো বলছিলেন চিত্রনায়িকা আইরিন সুলতানা। নিজের শোবিজ ক্যারিয়ারে সহকর্মী হিসেবে কারো সঙ্গে এখনো তার বন্ধুত্বের বাইরে কোনো সম্পর্ক তৈরি হয়নি বলে জানান তিনি।
শোবিজে প্রথমে র‌্যাম্প মডেল হিসেবে পরিচিতি পান আইরিন। এরপর ঢালিউডে নিজের শক্ত অবস্থান গড়ার জন্য বিভিন্ন ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করে চলেছেন। এরইমধ্যে তার অভিনীত ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘ইউটার্ন’, ‘এক পৃথিবী প্রেম’, ‘মায়াবিনী’, ‘শেষ কথা’, ‘একজন কবির মৃত্যু’সহ বেশকিছু ছবি মুক্তি পেয়েছে। আইরিন কিছুদিন আগে ইন্দোনেশিয়ার বালি থেকে একাধিক ওয়েব সিরিজের কাজ শেষ করে দেশে ফিরেছেন। এ বিষয়ে তিনি বলেন, আমি এরইমধ্যে সৈকত নাসিরের পরিচালনায় ‘ট্র্রাপড’ নামে ওয়েব সিরিজটির ডাবিং শেষ করেছি। আর আজ থেকে অনন্য মামুনের পরিচালনায় ‘ধোঁকা’র ডাবিং শুরু করবো। এসব ওয়েব সিরিজের শুটিং হয়েছে ইন্দোনেশিয়ার বালিতে। এগুলোর বাজেট ছিল ভালো। আয়োজন সিনেমার মতোই ছিল। কাজগুলো নিয়ে আমি আশাবাদী। সামনে আইরিন অভিনীত অরণ্য পলাশের ‘গন্তব্য’, বুলবুল জিলানীর ‘রৌদ্রছায়া’, দেলোয়ার জাহান ঝন্টুর ‘আকাশমহল’, হারুন-উজ-জামানের ‘পদ্মার প্রেম’ নামের ছবিগুলো মুক্তি পাবে। কোন ছবিটি এ বছর আগে মুক্তি পাবে এ বিষয়ে জানতে চাইলে আইরিন বলেন, সেটা বলতে পারছি না। এরইমধ্যে ‘গন্তব্য’ ছবিটির সেন্সর হয়ে গেছে। বাকিগুলো সামনে সেন্সরে জমা হবে। আমি এ ছবিগুলোর শুটিংসহ ডাবিংও শেষ করেছি। দেখা যাক কোন ছবিটি সামনে মুক্তি পায়। অপেক্ষায় আছি। নতুন ছবি কবে থেকে শুরু জানতে চাইলে আইরিন বলেন, এবার কলকাতার একটি ছবিতে কাজ করতে যাচ্ছি। এরইমধ্যে সবকিছু চ‚ড়ান্ত হয়ে গেছে। আগামি ১৬ই এপ্রিল থেকে শুটিং শুরু হবে। ছবির নাম ‘শিবরাত্রী’। এতে আমার চরিত্রের নাম থাকছে অঞ্জলী। এখানে আমার সহশিল্পী হিসেবে থাকবেন কলকাতার অভিনেতা সুমন। ছবিটি পরিচালনা করবেন কলকাতার রাজাদীপ্ত ব্যানার্জি। তার পরিচালনায় ‘ডেথ সার্টিফিকেট’ নামের একটি ছবি ভারতে মুক্তি পাওয়ার পর বেশ প্রশংসিত হয়। আর ‘শিবরাত্রী’ মূলত কমার্শিয়াল ছবি না। এটা অফ ট্র্যাকের ছবি। ২০১৭ সালে কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আবু সাইয়িদের পরিচালনায় ‘একজন কবির মৃত্যু’ ছবিটি প্রদর্শনের সময় মূলত তাদের সঙ্গে পরিচয় হয়েছিল। আর সবশেষ খবর হচ্ছে এবার কলকাতার প্রোডাকশনে কাজ করার সুযোগ হচ্ছে। এটা ভেবে বেশ ভালো লাগছে। আমি নতুন এ ছবিটি নিয়ে খুব আশাবাদী। এদিকে ঢালিউডে সবশেষ ‘সেভ লাইফ’ নামের নতুন একটি ছবির প্রথম ভাগের কাজ শেষ করেছেন আইরিন। এতে তার কো আর্টিস্ট ফেরদৌস, আনিসুর রহমান মিলন ও সাদিকা পারভীন পপি। এ ছবিটি পরিচালনা করছেন আমিরুল ইসলাম শোভা। সামনে এ ছবির দ্বিতীয় ভাগের কাজ শুরু হবে। সব মিলিয়ে আইরিন এখন দিন গুনছেন তার নতুন ছবিগুলোর মুক্তি এবং কলকাতার নতুন ছবি ‘শিবরাত্রী’-তে কাজ শুরু করার জন্য।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here