অসহায়দের ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন টাঙ্গাইলের ওসি

0
121
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : দেশে উদ্ভূত করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারের পাশাপাশি এগিয়ে এসেছেন কিছু দায়িত্বশীল মানুষও। তাদেরই একজন টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন। তিনি রাতের আঁধারে নিজে অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষদের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন।
শনিবার (৪ এপ্রিল) রাতে মীর মোশারফ হোসেন ছুটে যান টাঙ্গাইল সদর উপজেলার বেলটিয়াবাড়ী এলাকায়। সেখানে আইটিসিএল’র পরিত্যক্ত জায়গায় একটি ছাপড়া ঘর তুলে থাকেন আসমা বেগম নামে ৭০ বছর বয়সের এক বৃদ্ধা। তিনি তার ঘরে পৌঁছে দেন খাদ্য সামগ্রী। পাশের আরেক ঘরেও একইভাবে ত্রাণ বিতরণ করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন। এভাবে সদর উপজেলার দেওলা, বেলটিয়াবাড়ী ও কান্দিলা গ্রামের কয়েকটি পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, পেয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, করোনাভাইরাসের কারণে কর্মজীবী মানুষ কাজ করতে পারছেন না। প্রধানমন্ত্রী এসব মানুষের পাশে থাকতে নির্দেশ দিয়েছেন। তাই নিজ উদ্যোগে যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়িয়েছি।তিনি আরো বলেন, দিনেরবেলা ত্রাণ দিতে গেলে মানুষের মধ্যে হুড়োহুড়ি বেধে যায়। তখন সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন হয়ে পড়ে। এছাড়া তাতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ারও আশঙ্কা থাকে। তাই রাতের বেলা নীরবে বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দেয়ার চেষ্টা করছি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here