আগামীকাল সকাল-সন্ধ্যা হরতাল

0
262
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে সন্ত্রাসী হামলা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমার অপসারনের দাবীতে আগামীকাল বুধবার (২০ মার্চ) খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।
মঙ্গলবার (১৯ মার্চ) বিকালের দিকে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলাম’র স্বাক্ষরিত গনমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্ব পালন শেষে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে ব্রাশফায়ারে সহ প্রিজাইডিং সহ ৮জনকে হত্যা ও রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকে হত্যার প্রতিবাদে এ হরতালে ডাক দেয়া হয়।
ঘটনার পর ১৮ ঘন্টা অতিবাহিত হলেও সন্ত্রাসীদের গ্রেফতারসহ প্রশাসনের কোন তৎপরতা দেখা যায়নি উল্লেখ করে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় পাহাড়ে একের পর এক হত্যাকান্ডে বসবাসের অযোগ্য হয়ে গেছে পার্বত্য জনপদ। জেএসএস-ইউপিডিএফের মতো সন্ত্রাসী সংগঠনগুলো পার্বত্য চট্টগ্রামকে নৈরাজ্যপুর্ণ এলাকায় পরিনত করেছে। পাহাড়ের অস্ত্রধারী সংগঠনগুলো নিষিদ্ধ করাসহ বিবৃতিতে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমার অপসারনের দাবী জানানো হয়।
প্রসঙ্গত, সোমবার ১৮ মার্চ সন্ধ্যায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনী দায়িত্ব পালন শেষে সাজেকের ৩টি কেন্দ্র থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে বাঘাইছড়ি উপজেলা সদরে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে সহ প্রিজাইডিং অফিসারসহ ঘটনাস্থলেই ৬ জন ও হেলিকপ্টারে করে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পথে পোলিং অফিসার মো: আবু তৈয়ব ৪০ নামে আরো একজন মারা যায়। উক্ত ঘটনার পর পার্বত্য এলাকাবাসীয় মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here