মোজাম্মেল হকের নামে সেতুর নামকরণের দাবিতে গাজীপুরে মানববন্ধন

0
298
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়কে নবনির্মিত উড়াল সেতু ১৯ মার্চের মহানায়ক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নামে নামকরণের দাবিতে মানববন্ধন ও র‌্যালি করেছে এলাকাবাসী।
মঙ্গলবার দুপুরে মহানগরীর কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নবনির্মিত উড়াল সেতুর নিচে এ কর্মসূচি পালিত হয়। হাজার হাজার মানুষের অংশ গ্রহনে মাববন্ধন শেষে র‌্যালিটি কোনাবাড়ী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ঢাকা-টঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিন করে বিসিক গেটে এসে শেষ হয়।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ¦ শেখ মো: আক্কাছ আলীর সভাপতিত্বে মানববন্ধন ও র‌্যালিতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মো: সোলামান মিয়া, হেলাল উদ্দিন হেলু, হাজী মো: শাহাব উদ্দিন, কোনাবাড়ী বিশ^বিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল মো: বিল্লাল হোসেন, কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা তোফাজ্জল হোসেন, আব্দুল করিম, জাকির হোসেন জয়, আশিকুর রহমান জিয়া, ছাত্রলীগ নেতা দেওয়ান মনির, কাজী শাহাদাৎ প্রমুখ।
এছাড়া এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষসহ স্থানীয় কয়েকটি স্কুল ও কলেজের কয়েক হাজার শিক্ষার্থী অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তরা প্রধানমন্ত্রীর কাছে কোনাবাড়ীতে নবনির্মিত উড়াল সেতুটি ১৯ মার্চের মহানায়ক বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপির নামে নামকরনের জোর দাবি জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here