আজ জাগ্রত মহানায়কের ৫৬ তম শুভ জন্মদিন

0
94
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: জাগ্রত ব্যবসায়ী ও জনতার চেয়ারম্যান ও বিদ্রোহী The Nazrul Centre এর উপদেষ্টা বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, সমাজসেবক সাহিত্য অনুরাগী, দুই বাংলার জনপ্রিয় ব্যক্তিত্ব জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলমের আজ ১৯ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার ৫৬ তম জন্মদিন। তিনি আমজনতা পার্টির প্রতিষ্ঠাতা মহাসচিব ও অসংখ্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা ও পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন। মানবকল্যাণ ও সাহিত্য সেবায় অনন্য অবদানের জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে তিনি গোল্ড মেডেলসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন। তার জন্মদিন উপলক্ষে আজ জাগ্রত ব্যবসায়ী ও জনতার কেন্দ্রীয় কার্যালয়ে ও ভারত সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জন্মদিন উদযাপন, কেককাটা কর্মসূচীর পালন করা হবে। তিনি একজন সফল ব্যবসায়ী ও আন্তর্জাতিক মানের সংগঠক তার এ সাফল্যের পেছনে রয়েছে একজন মহীয়সী নারী তিনি হচ্ছেন তার সহধর্মিনী

বিশিষ্ট নারী শিল্পোদ্যোক্তা ও রত্নগর্ভা মা মিসেস আন্জুমান আরা ডলি, কবি নজরুলের ভাষায় কোন কালে একা হইনিকো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা জুগিয়েছে শক্তি যুগিয়েছে বিজয় লক্ষী নারী, তিনি সত্যি এক মহান ও গুণবতী নারীর পতি।
জাগ্রত মহানায়ক শুধু একজন সফল ব্যবসায়ী, সমাজসেবক, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক সংগঠক নন তিনি তিন সন্তানের সফল জনকও বটে। তাঁর সুযোগ্য সন্তানেরা হলেন
দ্বীপ সিনান আলম,
শাওনী প্রিয়ম পাম্মী,
আলভী রাজিন আলম
তিনি বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের একজন সফল পরিচালক এ ছাড়াও তিনি সারাদেশে যে অঙ্গ সংগঠনগুলো পরিচালনা করেন সেগুলো হলো, জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব,জাগ্রত সেবা বাংলাদেশ,জাগ্রত সাহিত্য পরিষদ বাংলাদেশ, জাগ্রত সাংস্কৃতিক জোট বাংলাদেশ,জাগ্রত পথ শিশু বাংলাদেশ, জাগ্রত প্রবাসী ও জনতা বাংলাদেশ, জাগ্রত যুব ও জনতা বাংলাদেশ, জাগ্রত শিক্ষক পরিষদ বাংলাদেশ ও জাগ্রত বিশ্বায়ন।
বিদ্রোহী The Nazrul Centre এর চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ ও গণমাধ্যম ব্যাক্তিত্ব মুহাম্মদ আতা উল্লাহ খান ও নির্বাহী পরিচালক বিশিষ্ট নজরুল গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর ডক্টর শহীদ মনজু ৫৬ তম জন্মদিনে এক শুভেচ্ছা বাণীতে বলেন এদিন, সেদিন, যেদিন আনন্দ ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে চারদিক। এবং আপনার জন্মদিনের মুখ। সবার ভালবাসার মধ্যে তরঙ্গ উঠেছে- আমার মধ্যেও। আর বয়স কোন সংখ্যা নয়, কেন নয়?সংখ্যা প্রকৃতির জন্মজাত।
বয়স বয়সই, আপনি কীভাবে নিজেকে উদযাপন করে আনন্দ পাচ্ছেন- দেবে আর নেবে মিলিবে মেলাবে —–
কীভাবে মনের বয়সকে দেহের সাথে যুক্ত করে এগোচ্ছেন, সেটাই মূল ব্যাপার। কীভাবে এরমধ্যেও শৈশব থেকে যতদূর এসেছেন, নিজের ব্যক্তিত্বকে
নিজের মধ্যে যুক্ত করে চলছেন এটাও দারুণ এক অনুভব!
শুভেচ্ছা, জন্মদিনের শুভেচ্ছা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here