আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে আমাদের করনীয় শীর্ষক মতবিনিময়সভা অনুষ্ঠিত

0
189
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আজ ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস। বিশে^র ৭০টিরও বেশি দেশে নানামূখী আয়োজনে এই দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশেও আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষ্যে এইড ফর মেন ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০ টায় বেলুন উড্ডয়নের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরে প্রেসকøাব থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণী পেশার ৩ শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন। শোভাযাত্রা শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা লিঙ্গ নিরপেক্ষ আইনের দাবী তুলে বলেন, আসুন আমরা লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হই। পরিবার ও সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা করি। সংহতি প্রকাশ করে সমাবেশে অংশগ্রহণ করেন পরিবার বাঁচাও আন্দোলন, শিরাজী ফাউন্ডেশন, বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি, জাগো বাংলাদেশ শিশু-কিশোর ফাউন্ডেশন, মানবাধিকার জোট ও মানব কল্যাণ পরিষদ।
এরপর বিকাল ৩টায় এইড পর মেন ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে নারী নির্যাতন আইনের অপপ্রোয়োগ রোধে আমাদের করনীয় শীর্ষক মতবিনিময় সভাঅনুষ্ঠিতহয়। এই মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান, বিশেষ অতিথি হিসেবে ব্যক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাউসার হোসাইন,পরিবার বাঁচাও আন্দোলনের সভাপতি ডা: মাহফুজুর রহমান, আরও উপস্থিত ছিলেন বরগুনার আলোচিত হত্যাকা-ের শিকার রিফাত শরীফের বাবা দুলাল শরীফ। উক্ত সভার সভাপতিত্ব করেন এইড ফর মেন ফাউন্ডেশনের সভাপতি ড. আব্দুর রাজ্জাক খাঁন। সভায় এইড ফর মেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম বলেন, বর্তমান নারী নির্যাতন আইন অনেকটা একপেশে এবং এই আইনের ব্যাপক অপপ্রয়োগ হচ্ছে। নারী নির্যাতন আইনের অধীনে প্রায় ৮০% শতাংশই মিথ্যা মামলা হচ্ছে। এবং এই আইন জামিন পাওয়া কঠিন হওয়ায় পুরুষ এই আইনে ভুক্তভোগী হচ্ছে। এছাড়াও এক শ্রেণীর নারী একাধিক বিয়ের মাধ্যমে কাবিন বানিজ্য করছে। পরিশেষে তিনি লিঙ্গ নিরপেক্ষ আইন প্রণয়ন ও বিবাহ রেজিস্ট্রেশন পদ্ধতি ডিজিটালাইজেশনের দাবী করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here