গাইবান্ধায় লবণগুজবে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান

0
156
728×90 Banner

কামরুল হাসান গাইবান্ধা প্রতিনিধি : পেঁয়াজের দাম বৃদ্ধির ধকল কাটতে না কাটতেই বিভিন্ন স্থানে চলছে লবণের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা। একরাতেই গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে সাধারণ ক্রেতাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন কিছু অসাধু ব্যবসায়ী। ৫০ টাকা কেজিতেও অনেক জায়গায় লবণ বিক্রি হয়েছে বলে জানা গেছে।
এ কৃত্রিম সংকট ঠেকাতে মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে গাইবান্ধা শহরের পুরাতন বাজারে অভিযানে নেমেছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব প্রসূন কুমার চক্রবর্তী ও গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান শাহারিয়ার।
এ সময় কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব প্রসূন কুমার চক্রবর্তী লবণ বেশি দামে বিক্রি এবং অতিরিক্ত লবণ বিক্রি না করার নির্দেশ দেন। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here