আমাকে বহিষ্কার গঠনতন্ত্র পরিপন্থি ….. বীরমুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান

0
186
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গতকাল ১ জুলাই ও আজ ২ জুলাই ২০১৯ইং তারিখ বিভিন্ন গণমাধ্যমে “জাগপার সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার” শিরোনামে সংবাদ পরিবেশিত হয়। উক্ত সংবাদে আমাকে নিয়ে যে সংবাদ প্রচার করা হয়েছে আমি সেই সংবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার বিরুদ্ধে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ২০ দলীয় জোটের প্রার্থী মোঃ সিরাজুল হকের (ধানের শীষ) পক্ষে কাজ না করার যে অভিযোগ না হয়েছে এবং স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করা ও লেনদেনের যে কথা বলা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। আমি নির্বাচনকালীন সময়ে বগুড়াতেই অবস্থান করিনি। অথচ বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্য প্রমাণ যাচাই-বাছাই না করে মনগড়া সংবাদ প্রচার করেছেন। এছাড়াও গত ২৮ জুন ২০১৯ জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে উপস্থিত হন এবং অনুষ্ঠান মঞ্চে আসন গ্রহণ করেন ও নতুন জোট জাতীয় মুক্তি মঞ্চেরসাথে সম্পৃক্ত হন। এ বিষয়ে আমি জাগপা’র সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা বীরমুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান এক বিবৃতিতে সভাপতির এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। এই প্রতিবাদের কারণে সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে এই মিথ্যা সংবাদ পরিবেশ করেছেন এবং গত ২৬ জুন রাত ৮ টায় তার ল’চেম্বারে যে মিটিং করে আমাকে বহিস্কারের কথা বলা হয়েছে, সেই সভাটিও আসলে হয়নি। আমাকে বহিস্কার করার সিদ্ধান্ত সংগঠেনের গঠনতন্ত্র পরিপন্থি। এই মিথ্যা সংবাদ আমার রাজনৈতিক সম্মান ক্ষুন্ন করেছে। তাই প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদস্বরূপ সত্য সংবাদটি প্রচার করার জন্য সংবাদ মাধ্যমকে অনুরোধ করছি।
এ বিষয়ে জাগপা’র সারাদেশের জেলা নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী ৪ জুলাই সকাল ১০ টায় রাজধানীর পুরানা পল্টনস্থ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে জরুরী সভা আহ্বান করেছে। সারাদেশের জাগপা’র নেতাকর্মীরা উপস্থিত হয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করবে আমি সেই সিদ্ধান্ত সাদরে গ্রহণ করবো।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here