আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

0
244
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : “সবাই মিলে ভাবো, নতুন কিছু করো নারী-পুরুষ সমতায় নতুন বিশ্ব গড়ো” এই স্লোগানে ৮ই মার্চ, ২০১৯ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যেগে মানববন্ধন এবং কেন্দ্রে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রথমে আশা ইউনভার্সিটির সামনে মানববন্ধন প্রোগ্রামে কেন্দ্রের সকল স্টাফ ও কেন্দ্র থেকে চিকিৎসা নিয়ে সুস্থ আছেন এমন রিকোভারীগন অংশগ্রহণ করেন। এছাড়া মানববন্ধন প্রোগ্রামে ঢাকা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ড.এস এম খলিলুর রহমান, জেন্ডার ফোকাল ফেরদৌসি আক্তার, স্বাস্থ্য সেক্টরের আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী ডিএনসিসি পিএ-৫ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মাহফিদা দীনা রুবাইয়া। মানবন্ধন শেষে কেন্দ্রে কেক কাটার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন এবং এ উপলক্ষে কেন্দ্রে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করা হয়। এছাড়াও উক্ত দিবস উপলক্ষে কেন্দ্রের রোগীদের অনুভূতি নিয়ে দেয়ালিকা তৈরি, সাজসজ্জা করা হয় ও বিশেষ খাবারের আয়োজন করা হয়। কেন্দ্রের সাংস্কৃতিক অনুষ্ঠানে কেন্দ্রে চিকিৎসারত সকল রোগী ও রিকোভারীগন অংশগ্রহন করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here