ঈদের ছুটি বৃদ্ধির দাবীতে টঙ্গীতে কারখানার শ্রমিকদের বিক্ষোভ আহত ১৭

0
216
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকার হা-মীম গ্রুপ পোশাক কারখানায় ঈদের ছুটি বৃদ্ধির দাবীতে বিক্ষোভ করেছে ওই প্রতিষ্ঠানের শ্রমিকরা। আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় সরকারি নির্দেশনা অনুযায়ী ৩ দিনের ঈদের ছুটি অমান্য করে ৮ দিনের ছুটির দাবি করে বিক্ষুদ্ধ শ্রমিকার এক প্র্রর্যায়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রন আনার চেস্টা করলে পুলিশ ও শ্রমিকের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় ৫ জন পুলিশ সদস্যসহ ১২জন শ্রমিক আহত হয়।
গাজীপুর ইন্ডাস্টিয়াল পুলিশ ও শ্রমিকরা জানান, সকালে কারখানার শ্রমিকরা ঈদের ছুটি বৃদ্ধির দাবীতে কর্মবিরতি ও কারখানার ভিতরে বিক্ষোব করতে থাকে। পরবর্তীতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও টঙ্গী পশ্চিম থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেস্টা করলে শ্রমিকরা পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেব করে। পরে পুলিশ শ্রমিকদের উপর লাঠচার্জ ও রাবার বুলেট নিক্ষেব করে। পুলিশ শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় ৫জন পুলিশ সদস্যসহ ১২জন শ্রমিক আহত হয়। শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে এবং বিক্ষোব করতে থাকে। আহত শ্রমিকদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত ৩ জন শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here