উন্নত বাংলাদেশ গড়ার প্রধান কারিগর হবে যুবসমাজ: প্রধানমন্ত্রী

0
75
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : শত বাধা অতিক্রম করেই বাংলাদেশ এগিয়ে যাবে। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার প্রধান কারিগর হবে বাংলাদেশের যুব সমাজ, এমনই আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১১ সেপ্টেম্বর) সকালে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, যুব সমাজকে সুশিক্ষিত করতে ক্ষমতায় এসেই কাজ শুরু করে আওয়ামী লীগ। করোনার মাঝে যুব সমাজই সবার আগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, যা পুরো জাতির জন্য উৎসাহের কারণ বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিতে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here