একদিনে পাঁচ থানায় আট হাজার মানুষকে খাবার বিতরন

0
471
728×90 Banner

নিজস্ব প্রতিবেদক:সেবাই ধর্ম, সেবাই কর্ম এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন এক দিনে পাঁচ থানায় আট হাজার মানুষকে খাবার বিতরন করেছেন । আজ মঙ্গলবার ১৫ ই আগস্ট শোক দিবস উপলক্ষে রাজধানীর শ্যামপুর, গেন্ডারিয়া, সূত্রাপুর, বংশাল ও ওয়ারী থানায় পৃথক পৃথক স্থানে জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন। সকাল ১১ টায় শ্যামপুর থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা, সাবেক ছাত্রনেতা আশিকের সভাপতিত্বে শ্যামপুরে, ১২ টায় গেন্ডারিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী হাসান শিশিরের সভাপতিত্বে গেন্ডারিয়া এলাকায়, ১ টায় বৃহত্তর সূত্রাপুর থানা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুল কাইউম ভূঁইয়ার সভাপতিত্বে সূত্রাপুরে, বিকাল ৪ টায় ওয়ারী থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল আলম সোহাগের সভাপতিত্বে ওয়ারীতে এবং বিকাল ৫টায় ও সন্ধ্যা ৭ টায় সাবেক ছাত্রনেতা ইশতিয়াক করিম ও বশির উদ্দিন সুমনের সভাপতিত্বে বংশালে পৃথক পৃথক স্থানে শোক দিবসের আলোচনা সভা শেষ ৮,০০০ অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন কামরুল হাসান রিপন। শোক দিবসের আলোচনায় দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে আমাদের সবাইকে অসহায় গরীব মানুষের পাশে দাঁড়াতে হবে। তাহলে ধীরে ধীরে জননেত্রী শেখ হাসিনা সরকার শক্তিশালী হবে। দেশকে সুখী সমৃদ্ধশালী করতে হলে জঙ্গীবাদের মদদদাতা জিয়াউর রহমানের পরিবারকে প্রত্যাখ্যান করে শোষণমুক্ত বাংলাদেশ গড়তে হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here