কলাপাড়ায় শেখ কামাল সেতুর ৩২টি সোলার সিস্টেম নষ্ট : মানুষের দুর্ভোগ

0
173
728×90 Banner

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়ায় আন্ধার মানিক নদীর ওপর নির্মিত শেখ কামাল সেতুর ৩২টি সোলার প্যানেল দীর্ঘদিন যাবৎ নষ্ট। রাতের বেলা সেতুর অনেকাংশ অন্ধকার থাকায় মানুষ চলাচল করতে ভয় পায়। যাতায়াতে দূর্ঘটনা শঙ্কায় স্বাচ্ছন্দ্যবোধ করছেন না পথচারী, যান বাহন ও ভ্রমনে আশা দর্শনাথীরা।
২০১৬ সালের ফেব্রæয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলাপাড়া পৌরশহরের আন্দরমানিক নদীর ওপর নির্মিত শেখ কামাল সেতুর উদ্বোধন করেন। একই সড়কের সোনাতলা নদীর ওপর শেখ জামাল সেতু ও খাপড়াভাঙ্গা নদীর ওপর শেখ রাসেল সেতু চালু করা হয়। কিন্তু শেখ কামাল সেতুর দুই পাশে স্থাপন করা সোলার প্যানেল গুলোর কমপক্ষে ৩২টি নষ্ট হয়ে আছে। জনদূর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে সোলার সিস্টেমগুলো মেরামত করার দাবি করেছেন সাধারণ মানুষ।
পটুয়াখালী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ মোহাম্মদ শামস মোকাদ্দেস জানান, এ অর্থবছরে নষ্ট সোলার সিস্টেম ঠিক করার সুযোগ নেই। আগামি ২০১৯-২০২০ অর্থবছরে মেরামত করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here