
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় উপজেলা করোনা ভাইরাসের আক্রমন থেকে রক্ষা পেতে দু’টি থানা পুলিশ বিশেষ সর্তকতা মূলক পদক্ষেপ গ্রহনসহ ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। পাশাপশি উপজেলা প্রশাসন দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে রাখতে প্রতিদিনই চলছে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান। বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য রোববার সকাল থেকে উপজেলা জুড়ে বিশেষ সতর্ক বার্তা জারি করা হচ্ছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, করোনা ভাইরাসের আক্রমন থেকে রক্ষা পেতে সারাদেশে মত কালিয়ায় সর্তকতা মূলক ব্যবস্থা জোরদার করেছে উপজেলা প্রশাসনসহ পুলিশ প্রশাসন। ইতিমধ্যে উপজেলার কালিয়া ও নড়াগাতি থানায় আশা সকল দর্শনার্থী ও ভূক্তভোগীকে হাত ধুয়ে থানায় প্রবেশ বাধ্যতা মূলক করেছে। আর সে জন্য থানার প্রধান ফটকের সামনেই স্থাপন করা হয়েছে একটি পানির ট্যাব, রাখা হয়েছে সাবান।
উপজেলা কালিয়া ও নড়াগাতি থানার ওসি মো. রফিকুল ইসলাম এবং রোকসানা খাতুন বলেন, ‘উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাসের আক্রমন প্রতিরোধে ওই সর্তকতা মূলক ব্যবস্থা নেয়া হয়েছে।’
কালিয়ার ইউএনও মো. নাজমুল হুদা বলেন, ‘বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইনে রাখার জন্য বিশেষ নজরদারির পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে সতর্কবার্তা জারি করা হয়েছে। দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে রাখতে প্রতিদিনই ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযান চালানো হচ্ছে।’
