কালীগঞ্জে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত আটক

0
377
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: কালীগঞ্জ উপজেলার বান্দাখোলা গ্রামে ডাকাতি প্রস্তুতিকালে জনতার ধাওয়ায় পালানোর সময় শনিবার রাতে কালীগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকা থেকে জনগণের সহযোগিতায় আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় তিন সদস্যকে পুলিশ আটক করেছে। ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র দুটি ছুরি একটি চাপাতি তাদের কাছ থেকে উদ্ধার করে পুলিশ। গতকাল রোববার আটককৃত তিন ডাকাতকে গাজীপুর আদালতে প্রেরণ করেন কালীগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ থানার ইসলামপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে মানিক মিয়া (২২), একই থানার বরিয়া গ্রামের টুকু মিয়ার ছেলে মো. লিটন মিয়া (২৮) ও একই থানার জীবনপুর গ্রামের মোস্তাফিজুর রহমান মোস্তার ছেলে মো. রানা (২৬)।
এ সংক্রান্ত বিষয়ে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. সুলতানউদ্দিন খান বলেন, আটককৃত তিনজন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। সুযোগ পেলে তারা গরুও চুরি করে। শনিবার রাতে ৬/৭ জনের ডাকাতদল পিকআপ ভ্যানে এসে তুমলিয়া ইউনিয়নের বান্দাখোলা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসী টের পেয়ে ধাওয়া দিলে তারা পালানোর সময় কালীগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকা থেকে জনতার সহযোগিতায় তিনজন ডাকাতকে পুলিশ আটক করতে সক্ষম হয়। বাকিরা পিকআপ নিয়ে পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা রুজু করে রোববার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here