কাশ্মিরে মুসলমাদের উপর হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

0
211
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: কাশ্মিরে মুসলমানদের উপর হামলার প্রতিবাদে গাজীপুর মহানগর ছাত্র জমিয়তের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে টঙ্গী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি সোহেল মাহমুদের সভাপতিত্বে এবং গাজীপুর মহানগর জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম আব্দুল আউয়ালের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। কাশ্মির মুসলমানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে ওলামা ইসলাম কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি নাসির উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জমিয়তে ওলামা ইসলাম সাধারণ সম্পাদক মাওলানা মুফতি জাহাঙ্গীর হোসাইন কাশেমি, গাজীপুর জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা মাহাদি হাসান, সাধারণ সম্পাদক মাওলানা শামীম আহমেদ, টঙ্গী থানা ছাত্র জমিয়ত ওলামা সাধারণ সম্পাদক মাওলানা অহিদ উল্লাহ, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা আব্দুল আউয়াল প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় জমিয়তে ইসলাম ওলামা ইসলাম কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠিক সম্পাদক নাসির উদ্দিন খান বলেন, ৫৯ বছর যাবত চলে আশা কাশ্মিরের সায়িত্ব শাসন বাতিল করে নির্বিচারে গণহত্যার প্রতিবাদ জানিয়ে ভারত কাশ্মির যুদ্ধ গালকে বাংলাদেশ ভারতের সাথে থাকবে মর্মে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বাংলাদেশের জনগণের মতের প্রতিফলন ঘটেনি। মুসলিম সংখ্যাগরিষ্ট বাংলাদেশের তৌহিদীজনতা স্বাধীনতাকামী কাশ্মীরী জনগণের সাথে থাকবে। অনতিবিলম্বে গণহত্যা বন্ধ না করলে কাশ্মিরসহ আধিপ্তত্যবাদী ভারতের বিভিন্ন প্রদেশ ভেঙ্গে ভারত টুকরু টুকরু হয়ে যাবে। অনতিবিলম্বে সংসদ অধিবেশন ডেকে কাশ্মিরে গণহত্যার প্রতি নিন্দা প্রস্তাব গ্রহণ করার দাবী জানাচ্ছি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here