কিশোর গ্যাং প্রতিরোধে টঙ্গী পূর্ব থানা পুলিশের ব্যাতিক্রমী উদ্যোগ

0
142
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ:গাজীপুরের টঙ্গীতে কিশোর গ্যাং প্রতিরোধে ভিন্নধর্মী এক উদ্যোগ গ্রহন করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
মঙ্গলবার ৮ জুন সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিনা প্রয়োজনে বাইরে আড্ডা দেওয়া কিশোরদের পুলিশ হেফাজতে নিয়ে কাউন্সিলিং এর মাধ্যমে সুশৃঙ্খল জীবন পরিচালনা ও সামাজিক অবক্ষয় রোধে সরকারে নেওয়া বিভিন্ন প্রদক্ষেপের বিষয়ে আলোচনা করা হয়। পরে তাদের অভিভাবকদের সাথেও দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়।
ঘন্টাব্যাপী আলোচনায় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার মোঃ ইলতুৎ মিস, টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার পীযূষ কুমার দে, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাভেদ মাসুদ, পরিদর্শক (তদন্ত) মোঃ দেলোয়ার হোসেন চৌধুরী প্রমূখ।
এসময় উপ পুলিশ কমিশনার মোঃ ইলতুৎ মিশ বলেন, সন্ধ্যার পর বাইরে আড্ডা দেওয়া থেকে বিভিন্নরকম অপরাধ প্রবনতা বৃদ্ধি পায়। কিশোররা মাদকাসক্তি, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পরে। তাই কোন ভাবে সন্ধ্যার পর বাইরে আড্ডা দেওয়া যাবে না। এ ব্যাপারে অভিবাবকদের সতর্ক দৃষ্টি রাখার আহব্বান জানা তিনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here