কুষ্টিয়ায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

0
100
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আব্দুল খান (৫৫) নামে এক কৃষক হত্যার দায়ে পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুর ১টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক তাজুল ইসলাম এ রায় দেন।
এ সময় আদালতে আসামিরা উপস্থিতি ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের নজরুল খানের ছেলে মজিবুল খান (৪৭), বাবু খানের ছেলে সাইফুল খান (৪২) ও সহদর আরিফ খান (৩৭), ইনছার খানের ছেলে শফি খান (৪৩) এবং সন্তোষ মণ্ডলের ছেলে আসাদুল হক (৩৬)।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৯ জুন দিনগত রাত ২টার দিকে দৌলতপুরের বালিয়াসিসা গ্রামের নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন কৃষক আব্দুল হক। পূর্ব শত্রুতার জেরে সে সময় আসামিরা সংঘবদ্ধ হয়ে ঘরে ঢুকে তাকে ঘুমন্তাবস্থায় উপর্যুপরি ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে নাজমুল হক খান বাদী হযে দৌলতপুর থানায় উল্লেখিত পাঁচ আসামির বিরুদ্ধে নাম উল্লেখসহ হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৪ সালের ১২ জুন এজাহার নামীয় আসামিদের রিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে পুলিশ।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদনে বিজ্ঞ আদালত দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে কৃষক আব্দুল হক হত্যাকাণ্ডে জড়িত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় একই পরিবারের দুই ভাইসহ পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here