কৃষকের গলায় ফাঁসি কেন জবাব চাই

0
185
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আজ শনিবার বিকাল ৪ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে কৃষকের গলায় ফাঁসি কেন জবাব চাই ও তাদের সকল ঋণ মওকুফের দাবিতে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আয়োজক সংগঠনের শাহজাহান সিরাজের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক মোঃ হারুন অর রশিদ খান, স্বাধীনতা পার্টির সাধারণ সম্পাদক ফয়েজ হোসেন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহ-সভাপতি আনসার আলী দুলাল, নেত্রকোনা জেলার সভাপতি সজীব সরকার প্রমুখ।
বক্তারা বলেন, সরকার ধানের সঠিক মূল্য কৃষকদের হাতে পৌঁছে দিতে না পারায় কৃষকরা আজ অর্থনৈতিক কষাঘাতে নিরুপায় হয়ে ফাঁসি নিতে বাধ্য হচ্ছে। এর দায়-দায়িত্ব অবশ্যই সরকারকে নিতে হবে। আজকে ধানের মূল্য না পেয়ে কৃষকরা দরিদ্র থেকে নিঃস্ব হয়ে যাচ্ছে। দেশের আশি ভাগ কৃষক তাদের পরিবার পরিজন নিয়ে অনিশ্চয়তায় জীবন যাপন করছে। জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ কৃষকদের অর্থনৈতিক মুক্তি ছাড়া দেশের অর্থনৈতিক মুক্তি সম্ভব নয়। যেখানে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার, ব্যাংক থেকে লুটপাট হচ্ছে, সেখানে জনপ্রতি মাত্র ৫/৬ হাজার টাকা ঋণের জন্য লক্ষ লক্ষ কৃষকের নামে মামলা, গ্রেফতারী পরোয়ানা জারি সরকারের কৃষক নিধনের হাতিয়ার ছাড়া কিছুই নয়। কৃষকের ধান এখন চালকলের কাঁচামালে পরিণত হওয়ায় কৃষক মহাবিপদে পরেছে। বক্তারা কৃষকদের এনজিওসহ সকল ঋণ মওকুফের দাবী জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here