কেউ ঘর থেকে বের হবেন না : শিল্প প্রতিমন্ত্রী

0
130
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : অতিপ্রয়োজনীয় কাজ ছাড়া ঘর হতে বের না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, দুর্যোগপূর্ণ এই সময়ে কর্মহীন হয়ে পড়া নিম্নবিত্তের মানুষদের জন্য খাদ্যসহ প্রয়োজনীয় সব উপকরণ নিশ্চিত করা হবে।
বুধবার (০১ এপ্রিল) রাজধানীর মিরপুরের মনিপুরে অবস্থিত মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বালক শাখায় নিম্ন আয়ের মানুষ ও দিনমজুরদের মধ্যেখাদ্য ও স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় রাজধানী ঢাকার পাশাপাশি ময়মনসিংহ, রাজশাহী ও রংপুরে হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। চিকিৎসকদের জন্য পর্যাপ্ত ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, করোনার বিস্তাররোধে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। কিছুক্ষণ পরপর সাবান-পানি দিয়ে হাত ভালভাবে ধুতে হবে। শিল্প প্রতিমন্ত্রীর ব্যক্তিগতভাবে দেওয়া এ সাহায্য নিম্ন আয়ের মানুষের জন্য মিরপুরের বড়বাগ, পীরেরবাগ, মনিপুর এলাকায় বিতরণ করা হয়। এসময় প্রতি পরিবারের মধ্যে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১টি সাবান ও ১টি হ্যান্ড স্যনিটাইজার বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here