কেসিনোতে র‌্যাবের অভিযান : যুবলীগের খালেদসহ ১৪২ নারী-পুরুষ আটক

0
272
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকার ইয়াং ম্যান্স ক্লাবে ক্যাসিনোর মালিক ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে আজ বৃধবার রাত সোয়া ৭টার দিকে গুলশানের বাসা থেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত সোয়া ৭টার দিকে রাজধানীর গুলশান ২-এর ৫৯ নম্বর রোডের ৫ নম্বর বাড়ি থেকে গোপনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (মিডিয়া) মো: মিজানুর রহমান ভুঁইয়া বুধবার রাত পৌনে ৮টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, রাজধানীর মতিঝিলে ইয়াং ম্যান্স ক্লাব নামে খালেদের মালিকানাধীন ক্যাসিনোতেও অভিযান চালিয়ে ১৪২জন নারী পুরুষকে আটক করেছে এলিট ফোর্স র‌্যাব-১ ও র‌্যাব-৩। সেখান থেকে বিপুল পরিমান টাকা জব্দ করেছে র‌্যাব। র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এই ঝটিকা অভিযানে নেতৃত্ব দেন। এসময় অভিযানে র‌্যাব-১ এর বিপুল পরিমান সদস্য অভিযানে অংশ নেয়।


এদিকে বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গুলশান ২-এর ৫৯ নম্বর রোডের ৫ নম্বর বাড়ি ও মতিঝিলে ইয়াং ম্যান্স ক্লাবে এ পৃথক পৃথক ঘটনা ঘটে। এদিকে র‌্যাব-১-এর সিনিয়র এএসপি সুজয় সরকার বুধবার জানান, আমরা জানতে পেরেছি, খালেদ তার বাসাতেই আছেন। সেটা জেনেই তার বাসায় অভিযান চালাচ্ছি। তিন তলার এ-৩ ফ্ল্যাটটি খালেদের কেনা। সেখানে দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে থাকেন তিনি।
জানা যায, বুধবার বিকেল ৩টা ৩১ মিনিটে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া তার গুলশান ২-এর ৫৯ নম্বর রোডের ৫ নম্বর বাসায় আসেন। এর কিছুক্ষণ পরই র‌্যাব-১-এর টিম তার বাসাটি ঘিরে ফেলে। পরে বুধবার রাত সোয়া ৭টার দিকে ওই বাসা থেকে খালেদকে আটক করে র‌্যাব সদস্যরা। এরপর থেকে খালেদ র‌্যাব হেফাজতে রয়েছে।
এদিকে, বৃধবার বিকেল ৫টার দিকে রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকায় খালেদের মালিকানাধীন ইয়াং ম্যান্স ক্যাসিনোতে র‌্যাব-১ এর সদস্যরা অভিযান চালায়। অভিযানের আগ থেকেই ক্লাবটি ঘিরে রাখেন র‌্যাবের সদস্যরা। তারা দুপুর থেকে কাউকে ঢুকতে এবং বের হতে দেননি। পরে সেখান থেকে ১৪২ জন নারী পুরুষকে আটক করে র‌্যাব। বিপুল পরিমাণ অর্থ জব্দ করা হয়েছে। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (মিডিয়া) মো: মিজানুর রহমান ভুঁইয়া বুধবার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি জানান, অভিযানের সময় ভেতরে থাকা এবং কেসিনোতে জুয়া খেলা অবস্থায় ১৪২ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এসময় বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে, যেগুলো গণনা চলছে বলেও জানান তিনি।
মিজানুর রহমান ভুঁইয়া আরও জানান, র‌্যাবের অভিযান এখনও চলছে। অভিযান শেষে হলে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। বুধবার রাতে এরিপোর্ট লেখা পর্যন্ত র‌্যাবের অভিযান চলছিল।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here