কোটি অভূক্ত মানুষের অর্থনৈতিক মুক্তি চাই : মোমিন মেহেদী

0
174
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, কোটি কোটি অভূক্ত মানুষের অর্থনৈকি মুক্তি চাই, ভোট ও ভাতের অধিকার চাই। দেশের জন্য কিছু যদি করতে চান, দেশের কোটি বেকারকে চাকুরি দিন, হতাশা থেকে মুক্তি দিন। রুটি-রুজি-জীবন-জীবীকার পথ দেখিয়ে দিন। তা না করে তথাকথিত ভবন আর ব্রীজভিত্তিক উন্নয়ন করলে দেশের মানুষ বিদ্রোহ করতে বাধ্য হবে। ৩৩ তোপখানা রোডস্থ কার্যালয়ে ১৭ জুলাই বিকেলে রাজনীতিক এইচ এম এরশাদ ও সাংবাদিক মুহম্মদ জাহাঙ্গীর স্মরণে আলোচনা ও দোয়া সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদেরকে অভিনন্দন জানান এবং অকৃতকার্যদেরকে আরো আন্তরিকতার সাথে প্রস্তুতি নেয়ার আহবান জানান। সভায় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত প্রমুখ বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ সভায় ডেইলী স্টারে প্রকাশিত সংবাদের সূত্র ধরে আরো বলেন, তথাকথিত এই উন্নয়ন মূলত দলীয় নেতাকর্মীদের আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার উন্নয়ন। প্রকৃত উন্নয়ন হলে আজ কোটি মানুষের অভূক্ত থাকার সংবাদ, অর্থনৈতিক পরাধীনতার সংবাদ প্রকাশিত হতো না।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here