গরুর মৃত্যুহার কম হলেও ঝুঁকি দুগ্ধ ও চামড়া শিল্পে

0
191
728×90 Banner

উজ্জ্বল রায় : দেশে লাম্পি স্কিন ডিজিজ প্রথম চিহ্নিত হয় চট্টগ্রাম জেলায়। পর্যায়ক্রমে তা নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, খুলনা, জেলায় ছড়িয়ে পড়ে। এসব এলাকার খামারি ও প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান। খামারিরা জানিয়েছেন, রোগের ব্যাপকতা অনেক জায়গায় কমলেও শঙ্কামুক্ত নন তারা। গরুর লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রথম দেখা দেয় চট্টগ্রামে। চলতি বছরের জুলাইয়ে কর্ণফুলী উপজেলার একটি খামারে ধরা পড়ে রোগটি। পরবর্তী সময়ে ছড়ায় অন্যান্য জেলায়। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, এরই মধ্যে ৪০টি জেলায় ছড়িয়েছে লাম্পি স্কিন ডিজিজ। এসব জেলায় আক্রান্ত হয়েছে প্রায় আড়াই লাখ গরু। বেশকিছু গরু মারাও গেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারত থেকে আমদানি বন্ধ হওয়ার পর দেশে গরু পরিপালন বাড়তে থাকে। এতে সাফল্যও পান খামারিরা। গত অর্থবছরই ২ কোটি ৪২ লাখ ছাড়িয়ে গেছে গরুর সংখ্যা। বাড়ছে খামারের সংখ্যাও। লাম্পি স্কিন ডিজিজের প্রাদুর্ভাব থেকে খামারকে মুক্ত রাখা না গেলে এ অগ্রযাত্রায় বিঘ্ন ঘটতে পারে। এ রোগে মৃত্যুহার কম হলেও ঝুঁকি বাড়াচ্ছে দুগ্ধ ও চামড়া শিল্পে। কারণ এ রোগে আক্রান্ত হলে পশুর চামড়া অনেকটাই অকার্যকর হয়ে যায়। আবার গাভী আক্রান্ত হলে দুগ্ধ উৎপাদন শ‚ন্যের কোটায় নেমে আসে। দেশের দুগ্ধ উৎপাদন খামারগুলোয় এর প্রভাব পড়ছে। উৎপাদন কমে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারিরা। অনেকে বাণিজ্যিকভাবে গরু পালন ছেড়েও দিচ্ছেন। খামারি ও বিশেষজ্ঞরা বলছেন, দেশে প্রতি বছর ভুটান, নেপাল, থাইল্যান্ড ও ভারত থেকে গরু আমদানি করা হয়। এমনকি কার্গো বিমানে করে ব্রাহামা জাতের গরুও আনা হচ্ছে। কিন্তু আমদানিকারকরা কী ধরনের গরু আনছেন বা আমদানি করা গরুর শরীরে প্রাণঘাতী ভাইরাস আছে কিনা, সে পরীক্ষা করা হচ্ছে না, যা রোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। ঝিনাইদহ: গত ছয় মাসে ঝিনাইদহ জেলায় অন্তত এক লাখ গরু-বাছুর লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এ রোগে আক্রান্ত হয়ে বেশকিছু বাছুর মারাও গেছে। জেলা প্রাণিসম্পদ অফিস স‚ত্রে জানা গেছে, গত জুলাইয়ে ঝিনাইদহ জেলায় এ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। প্রথম দিকে রোগটিকে গো-বসন্ত বলে ধারণা করা হয়েছিল। পরে আক্রান্ত গরুর ক্ষতস্থান থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। রোগটি লাম্পি স্কিন ডিজিজ বলে চিহ্নিত হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here