গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে জবেহ হচ্ছে রোগাক্রান্ত পশু

0
214
728×90 Banner

কামরুল হাসান গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা শহরের পুরাতন বাজারে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে ময়লা ড্রেনের উপর প্রতিদিন জবেহ করা হচ্ছে রোগাক্রান্ত গরু, ছাগল, ভেড়া।
পশু রোগাক্রান্ত কিনা এসব পশু পৌরসভা থেকে পরীক্ষা-নিরীক্ষা করার নিয়ম থাকলেও সে নিয়ম মানছেনা কেউই এবং পৌরসভা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো প্রকার তদারকি করছেনা। নিয়ম আছে যদি কোনো পশু রোগাক্রান্ত না থাকে তাহলে সেই পশু জবেহ করে সেই পশুর মাংসের উপর পৌরসভার সীলমোহর দেয়ার কথা। কিন্তু এই কাজে দায়িত্ব নিয়োজিত পৌরসভার কর্মকর্তা দায়িত্ব পালন না করে সীলমোহর দেয়ার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। এ সকল বিষয় প্রশাসন দেখেও নীরব ভুমিকা পালন করছে।
এদিকে গরু জবেহ স্থলে ডজন খানিক কুকুরের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কুকুরগুলো গরু ছাগলের মাংসেও মুখ লাগাতে দেখা যায় । অতিশীঘ্রই গবাদি পশু জবেহে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে পৌরসভা কর্তৃক নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন জেলা শহরের সচেতন মহল।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here