রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী নিহত

0
264
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর হাতিরপুলে ইস্টার্ন প্লাজার সামনে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ শুসান মিত্র নামে ছিনতাইকারী নিহত ও র‌্যাব সদস্য সহ ২জন আহত হয়েছেন। নিহতের নাম শুসান মিত্র (২৯)। এ ঘটনায় হাসান (৩০) নামে অপর একজন গুলিবিদ্ব হয়ে আহত হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে হাতিরপুলে ইস্টার্ন প্লাজার সামনে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
এলিট ফোর্স র‌্যাব-২ এর এসপি মহিউদ্দিন ফারুকী আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
র‌্যাব-২ সুত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টা দিকে ল্যাব এইডের সামনে থেকে একজনের ব্যাগ টান দিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাচিছল দু’জন ছিনতাইকারী। এ সময় মোটরসাইকেলটির পিছু নেয় র‌্যাব-২ এর সদস্যরা । তারা ল্যাব এইড থেকে ইউটার্ন নিয়ে চলে আসে রাসেল স্কয়ারে। সেখান থেকে বসুন্ধরার সামনে উল্টোপথ দিয়ে হাতিরপুল বাজারের দিকে যাচিছল। এক পর্যায়ে দুই ছিনতাইকারী ইস্টার্ন প্লাজার সামনে মোটরসাইকেল থেকে একজনকে নামানোর জন্য গাড়ি থামায়। এসময় র‌্যাব-২ এর সদস্যরা কৌশলে এক ছিনতাইকারীকে জাপটে ধরলে অপর একজন পালানোর চেষ্টা করে। এ সময় তার সঙ্গে থাকা পিস্তল দিয়ে গুলি করার চেষ্টা করে। এসময় র‌্যাব-২ এর সদস্যরা আত্মরক্ষার জন্য গুলি চালাই। এতে শুসান মিত্র তার সহযোগী হাসানসহ দু’জনই গুলিবিদ্ধ হয়। এসময় তাদের অন্য এক সহযোগীরা কৌশলে পালিয়ে যায়। পরে তাদেরকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক শুসান মিত্রকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর র‌্যাব-২ এর সদস্যরা ছিনতাইকৃত ব্যাগ, ছিনতাই কাজে ব্যবহূত মোটরসাইকের ও অস্ত্র জব্দ করেছে।
র‌্যাব জানায়, ছিনতাই চক্রটি রাজধানীর বিভিন্ন জায়গায় ছিনতাই করে আসছিল। তাদের ধরার জন্য সতর্ক অবস্থানে ছিল র‌্যাব-২ এর সদস্যরা। ‘বন্দুকযুদ্ধে’ ঘটনায় র‌্যাব-২ এর এক সদস্য আহত হয়েছেন। তাদেরকে ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। নিহত শুসান মিত্র ছিনতাইকারী’ চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‌্যাব। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here