গাছা থানা কৃষকলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা

0
357
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাছা থানা কৃষকলীগের উদ্যোগে জাতীয় শ্রমিক নেতা বীরমুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী নূরুল ইসলাম দিপুকে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নির্বাচিত করায়, গাছা থানা কৃষক লীগের উদ্যোগে রোববার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গাছা থানা কৃষক লীগের সভাপতি শাহজালাল তরুণের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটনের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ মহি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর কৃষক লীগের সভাপতি, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মো: হেলাল উদ্দিন, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আব্দুল কাদের মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মো: লিটন মোল্লা, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জহির, গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল, গাজীপুর মহানগর আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ¦ শহীদ উল্লা মিয়া, আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার মমতাজ উদ্দিন, ৩৬নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন মোল্লা, সালনা সাংগঠনিক থানা কৃষক লীগের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক এড. শামসুজ্জামান, বাসন থানা কৃষক লীগের সভাপতি আব্দুস সামাদ মাষ্টার, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, গাজীপুর মেট্রো থানা কৃষক লীগের সভাপতি আবুু তাহের ভূঁইয়া, গাছা থানা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান বকুল, হাজী মো: ইসমাইল হোসেন, কামাল হোসেন, যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রাসেদুজ্জামান জুয়েল মন্ডল, ইসমাইল হোসেন, হুমায়ুন কবির রাজ, যুব মহিলা লীগ নেত্রী আফসানা রশিদ রিনা, গাজীপুর মহানগর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান, হাজী আব্দুল মান্নান মোল্লা, সাগর মিয়া, গাছা থানা ছাত্রলীগের সভাপতি শেখ মাসুদ রানা, তানভীর আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, ২০০৪ সালের ৭ই মে প্রকাশ্যে দিবালোকে শ্রমিক নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টারকে দিনদুপুরে গুলি করে হত্যার পর বিদেশে পালিয়ে যান নূরুল ইসলাম দিপু, এ ঘটনায় পরদিন শহীদ আহসান উল্লাহ মাস্টারের ছোট ভাই মতিউর রহমান টঙ্গী থানায় জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রসমাজের তৎকালীন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নূরুল ইসলাম দিপুসহ ১৭জনের উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০/১২জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় ২০১৬ সালের ১৫ জুন উচ্চ আদালতের রায়ে নূরুল ইসলাম দিপুসহ ৬জনকে মৃত্যুদন্ড দেওয়া হয়। যাবজ্জীবন দেওয়া হয় ৯জনকে।
বক্তারা আরো বলেন, অবিলম্বে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী নূরুল ইসলাম দিপুকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর এবং জাতীয় পার্টি কর্তৃক মনোনীত পদ থেকে অব্যাহতি দেয়ার জোর দাবী জানান। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উদ্দেশ্যে বলেন, আপনি ১৪জনকে যুগ্ম মহাসচিবের নাম ঘোষণা করেছেন। ওই তালিকায় যুগ্ম মহাসচিব পদে ইন্টারপোলের রেড এলার্ট জারি করা ফেরারি আসামী নূরুল ইসলাম দিপুর নাম রয়েছে। নূরুল ইসলাম দিপু হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামী হওয়া সত্তে¡ও জাতীয় পার্টি তাকে যুগ্ম মহাসচিব নির্বাচিত করায় গাজীপুরবাসী ক্ষুব্ধ। অনতিবিলম্বে উক্ত পদ থেকে তাকে অব্যাহতি দিয়ে দ্রæত নূরুল ইসলাম দিপুসহ ঘৃণিত খুনিদের ফাঁসির রায় কার্যকর করার জোর দাবী জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here