গাজীপুরে কালেক্টরেট সহকারীদের কর্মবিরতির ১০ম দিন

0
95
728×90 Banner

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বাংলাদেশ কালেক্টরেট সহকারীদের পদবী পরিবর্তন ও উন্নয়নের দাবীতে দশম দিনেও পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচী পালন করা হয়েছে।
২৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে কালেক্টরেট সহকারীরা নিজ নিজ অফিসের বাইরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) গাজীপুর জেলা শাখার সদস্যরা।
এ সময় সেখানে বাকাসসের গাজীপুর জেলা শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাকাসসের গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ আকরাম হোসেন, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এস. এম. রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আজাহারুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজ উদ্দৌল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল বাসার, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অফিস সুপার মোঃ রুহুল আমিন। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন মোঃ জাকারিয়া, মোঃ সুমন মিয়া, মোঃ বেলায়েত হোসেন, মোঃ বিল্লাল হোসেন, মোঃ মোতাহার হোসেন, মাহমুদ হোসেন, মোঃ রুহুল আমিন, মামুন অর রশিদ, আসমা খাতুন, আসমা আক্তার, তাজ আকন্দ চুমকি, শিপংকর দাস প্রমুখ।
বাকাসসের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এস. এম রফিকুল ইসলাম বলেন, আমাদের দেশ উন্নয়নের মহাসড়কে চলছে। দেশের সব কিছু ডিজিটালাইজড হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা আগের পদ-পদবীতেই আছি। তাই বাংলাদেশ কালেক্টরেট সহকারীদের পদ-পদবীর নাম পরিবর্তন ও বেতন গ্রেডের উন্নীতকরনের দাবীতে আজ বৃহস্পতিবার দশম দিনের মতো পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচী পালন করছি। আমাদের দাবি বাস্তবায়িত না হলে আগামী ৫ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয় কমিটির মহাসমাবেশ হবে। ওই সমাবেশের মাধ্যমে পরবর্তী কর্মসূচী ঘোষনার পর আমরা দাবী বাস্তবায়নের আন্দোলনের পদক্ষেপ নিবো।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ১৫ নভেম্বর রবিবার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে সকাল ৯টা হতেএ কর্মসুচী শুরু করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here