গাজীপুরে তথ্য গোপন করে জমি বিক্রির অভিযোগ

0
130
728×90 Banner

মোঃ বায়েজীদ হোসেন: গাজীপুরে তথ্য গোপন করে জমি বিক্রির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুমের স্ত্রী ডিবিসির সাংবাদিক মাহমুদা শিকদার। আজ শনিবার দুপুরে শহরের একটি পত্রিকা অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গাজীপুর সদর উপজেলার মির্জাপুরের পাইনশাইল এলাকার মৃত আব্দুল হাকিম এর ছেলে মোঃ মজিবুর রহমান তার পূর্বপরিচিত বিধায়, গাজীপুর সিটি কর্পোরেশনের আড়াইশ প্রসাদ মৌজার এস এ ৬৬৮ আরএস ৮৯২ খতিয়ানের, সি এস ও এস এ ২৫৩নং, আরএস ৬৪৩ দাগে তার দুই ছেলে আতিকুর রহমান ও সাদিকুর রহমানের নামের ৪১ শতাংশ জমির কাতে, ১৩ শতাংশ জমি তিনি তার নিজ নামে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন করেন। উক্ত দলিলে শনাক্তকারী হিসেবে মোঃ মজিবুর রহমান নিজে স্বাক্ষর করেন। উক্ত জমি ক্রয়ের পর নামজারী ও জমাভাগ সম্পন্ন করে ভোগ দখলে আছেন। এ অবস্থায় মোটা অঙ্কের টাকা খরচ করার পর জানতে পারেন ওই জমির মালিকানা দাবি করে একটি পক্ষ গাজীপুর জেলা জজ আদালতে মামলা পরিচালনা করছেন। তথ্য গোপন করে প্রতারণার মাধ্যমে কেন জমি বিক্রি করেছেন জানতে চাইলে এবং জমি ফেরত নিয়ে টাকা চাইলে তারা খুন জখমের হুমকি দিচ্ছে। এমনকি তারা তাকে পদে পদে হয়রানি করছে এবং সমাজে অসম্মান ও হেয়প্রতিপন্ন করছেন। এই প্রতারকের হাত থেকে রক্ষার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here