গাজীপুরে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ ঔষধ ধ্বংস

0
631
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ ঔষধ কারখানার ইটিপিতে ধ্বংস করা হয়েছে। গাজীপুরের ফার্মাশিয়া লিঃ এর ১২১ প্রকারের মেয়াদোত্তীর্ণ ঔষধ বাজার থেকে প্রত্যাহার করে স্থানীয় ভাওয়াল মির্জাপুরের গজারিয়া পাড়াস্থ কারখানার ইটিপিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর ঔষধ প্রশাসনের সহকারি পরিচালক ড. মো. আকতার হোসেন, জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল,ফার্মাশিয়া লিঃফ্যাক্টরীর সিনিয়র জেনারেল ম্যানেজার শাহাজাদ এম এ খসরু, এজিএম কোয়ালিটি এ্যাসুরেন্স খন্দকার আরিফ আল মান্নান, এজিএম কমার্শিয়াল ও রেগুলেটরী এ্যাফেয়ার্স মোঃ সাফায়েত উল্লাহ, ম্যানেজার এইচআর ও এডমিন এস এম ওয়াহিদ হাশিম,ডেপুটি ম্যানেজার প্রোডাকশন মোঃ শাহারুল হাসান, এসিস্ট্যান্ট ম্যানেজার, রেগুলেটরী এ্যাফেয়ার্স মোঃ এমামুল হক,ডেপুটি ম্যানেজার কোয়ালিটি এ্যাসুরেন্স মোঃ আশরাফুল ইসলাম,ডেপুটি ম্যানেজার, ওয়্যারহাউজ ও ভ্যাট মোঃ সোহেল মিয়া,এসিস্ট্যান্ট ম্যানেজার, কিউএ, এমবিও জাকারিয়া মোঃ ইমরান সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ধ্বংসকৃত ঔষধের আনুমানিক মূল্য ৭লাখ ৩৪হাজার ৩২৬ টাকাবলে ফ্যাক্টরীর সিনিয়র জেনারেল ম্যানেজার শাহাজাদ এম এ খসরু জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here