গাজীপুরে ব্যাংক কর্মকর্তা উচ্ছেদ আতংকে

0
105
728×90 Banner

মোঃ বায়েজীদ হোসেন: গাজীপুর মহানগরীর শিমুলতলী ৪১৪ নং ছায়াবাগ এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা, এলাকাটিতে এইচ.আর.এম ডায়মন্ড লিমিটেড এর স্বত্বাধিকারী মোঃ আব্দুল হান্নান এলাকাবাসীকে গাড়ীর গ্যারেজ ও গোউনের কথা বলে এইচ.আর.এম ডায়মন্ড লিমিটেড নামীয় একটি এলুমিনিয়াম ফয়েল উৎপাদনের কারখানা স্থাপন করেছেন। কারখানাটি প্রতিদিন সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬ থেকে ৭টা পর্যন্ত বিকট শব্দে ফয়েল উৎপাদনের কাজ চালিয়ে থাকে। একদিকে কারখানার শব্দ দূষণ তথা শব্দসন্ত্রাস এবং মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশংকা অন্যদিকে ফয়েল ফ্যাক্টরীতে আগুন লাগার ভয় প্রতিনিয়ত এলাকার বসবাসকারীদের তাড়িয়ে বেড়াচ্ছে। এ অবস্থার আলোকে পরিবার-পরিজন নিয়ে এলাকাবাসীর বাস্তুভিটায় বসবাস করা দূরূহ হয়ে দাডিঁয়েছে। উল্লেখ্য, পুরো এলাকাটিই একটি পরিপুর্ণ আবাসিক এলাকা। এলাকাটির চারপাশে অনেক স্কুল ও কলেজ থাকায় এলাকাটি জনবহুল। ফলে এখানে এ জাতীয় কোন কলকারখানা কখনোই ছিল না। বর্তমানে কারখানাটি স্থাপিত হওয়ায় এলাকার যে শান্তিপূর্ণ আবাসিক চরিত্র ছিল,তা হারিয়েছে। শব্দ দূষণ ও পরিবেশ দূষন সহ আগুন লাগার ভয়ের কথা এলাকাবাসী আব্দুল হান্নানকে জানালে তিনি বলেন, তিনি সিটি কর্পোরেশনসহ সকল কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে কারখানাটি করেছেন।
কারখানার শব্দ দূষণের ভয়াবহতায় ও জন নিরাপত্তা হুমকির মুখে থাকায় কারখানাটি বন্ধ করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ৮১ জন এলাকাবাসীর স্বাক্ষর নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিসসহ অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গত ০৩/০৩/২০২২ তারিখে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে কারখারনা মালিক হান্নান বিদ্বেষ প্রসূত হয়ে মোহাম্মদ সাইফুল ইসলাম এর বিরুদ্ধে সিএমএম কোর্টে ৫০ লক্ষ টাকার চাঁদাবাজি মামলা দায়ের করেন যা পিবিআই এর তদন্তে রিপোর্টে মিথ্যা প্রমানিত হয়েছে। উল্লেখ, গত ০৭/০৪/২০২২ তারিখে স্থানীয় ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম কালু স্বাক্ষরিত প্রত্যয়ন পত্রে দেখা যায় উক্ত কারখানা স্থাপন এর জন্য তিনি কোন অনাপত্তিপত্র প্রদান করেন নাই। ফলে কারখানার মালিক কর্তৃক সরবরাহকৃত অনাপত্রটি বাতিল করেছেন। উক্ত তারিখে সাইফুল ইসলাম বিষয়টি আলোকপাত করে আবারও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসে পূণরায় কারখানা বন্ধের আবেদন করেন। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোন সংস্থাই কোন দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। উপরোন্ত, সাইফুল ইসলামকে তার ৪০ বছর যাবৎ বসবাস করা বসতবাড়ী থেকে উচ্ছেদ করার পায়তারা করছেন। এ লক্ষ্যে গত ১০/০৪/২০২২ তারিখে কারখানার মালিক মোঃ আব্দুল হান্নান তার নির্মিত বাউন্ডারী ওয়াল ভেঙ্গে ফেলেন এবং সাইফুল ইসলাম এর বসবাস করা দখলীয় জায়গা তার বলে দাবী করেন। এর পেক্ষাপটে সাইফুল ইসলাম তার ও তার পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে এবং তার বসতবাড়ী উচ্ছেদ আতংকে সদর মেট্রো থানায় জিডি করেন। তার আশংকা সত্য প্রমানিত করে আজ সোমবার ১৩ জুন আনুমানিক ৩০ জন সন্ত্রাসী নিয়ে সাইফুল ইসলাম এর বাড়ীতে হামলা করেন এবং তার সীমানার টিনের বেড়া ভেঙ্গে ফেলেন। এছাড়া দখল করার উদ্দেশ্যে কারখানা প্রাঙ্গনে প্রচুর ইট এনে রেখেছেন। ফলে সাইফুল ইসলাম তার দীর্ঘদিনের বসতবাড়ী থেকে উচ্ছেদ আতংকে দিনাতিপাত করছেন। মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কারখানার মালিক প্রথম থেকেই মিথ্যার আশ্রয় নিয়ে সম্পূর্ণ বিদ্বেষ প্রসুত হয়ে আমাকে মামলা হামলা ও হয়রানী করে আসছেন। শুধুমাত্র কারখানা বন্ধের জন্য আবেদন করে তিনি কারখানা মালিকের ক্রোধের শিকার হয়ে হামলা মামলার ও বাড়ী থেকে উচ্ছেদের আতঙ্কে আছেন। ঘটনার পর ৯৯৯ কল করলে সদর মেট্রো থানার এসআই আসাদ ঘটনাস্থল পরিদর্শন করে দুপক্ষকে শান্ত থাকার নির্দেশ দিয়েছেন বলে জানা যায়। এ বিষয়ে এইচ.আর.এম ডায়মন্ড লিমিটেড এর স্বত্বাধিকারী মোঃ আব্দুল হান্নান এর মোবাইল নাম্বার-০১৭৩১-৩৯৩০৫২ তে কল করলে কলটি তার ড্রাইভার রিসিভ করেন। উল্লেখ্য, ২০১৬ সালে গাজীপুরের বিসিক, টঙ্গী এলাকায় একই ধরনের “টাম্পাকো ফয়েলস কারখানা”য় ব্যপক অগ্নিকান্ডে ৪১ জন্য মৃত্যু বরণ করেন। ফয়েলের কারখানা অতি দাহ্যবস্তুতে পরিপূর্ণ থাকায় এর দাহ্যক্ষমতা অত্যধিক। এছাড়া এর পরিবেশগত ক্ষতিও বিবেচনার দাবী রাখে। অতি সম্প্রতি আমরা সীতাকুন্ড বি এম কনটেইনার ডিপোর ভয়াবহ অগ্নিকান্ডের স্বাক্ষী হয়েছি। পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যদি পূর্বেই কার্যকর ব্যবস্থা গ্রহন করে তবে ব্যাপক পরিবেশ বিপর্যয় থেকে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা রক্ষা পায়। তাদের আশু প্রদক্ষেপ এলাকাবাসী কামনা করে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here