গাজীপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন

0
63
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যানবাহন চালনা ও হাঁস-মুরগী পালন প্রশিক্ষণের উদ্বোধন বুধবার অনুষ্ঠিত হয়েছে। শহীদ আহসান উল্লাহ মাস্টার যুব প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
গাজীপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ হারুন অর রশীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
প্রধান অতিথি যুব উন্নয়ন অধিদপ্তরের হাঁস-মুরগী পালন, যানবাহন চালনা, কম্পিউটার প্রশিক্ষণ, পোশাক তৈরি প্রশিক্ষণসহ সাত ধরনের প্রশিক্ষণ প্রদান কোর্স সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলেন। এসময় তিনি অধিদপ্তরের প্রাঙ্গণে জামরুল, বকুল ও আমড়া গাছের তিনটি চারা রোপণ করেন। এরপর অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা এবং সনদপত্র বিতরণ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here