গাজীপুরে ৩হাজার পিস ইয়াবা ও অস্ত্রসহ ২জন গ্রেফতার

0
316
728×90 Banner

সানাউল্লা স্বপন : র‌্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ী এলাকায় ২জনকে ৩০০০(তিন হাজার) পিস ইয়াবা, বিদেশী পিস্তল এবং গুলিসহ গ্রেফতার করেছে।
র‌্যাব-১, স্পেশালাজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন বিশ¡স্ত সূত্রের মাধ্যমে জানতে পারে যে, অদ্য ৩১ মে ২০১৯ তারিখ রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় গাজীপুর টঙ্গী এলাকা হতে একটি প্রাইভেটকার যার রেজিঃ নং-(ঢাকা মেট্রো-গ-২৯-২৯৪৪) এ করে ০২ জন মাদক ব্যবসায়ী ইয়াবা একটি বড় চালান নিয়ে গাজীপুর জেলার টঙ্গী হতে ময়মনসিংহ এর দিকে যাবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সার্বক্ষণিক প্রাইভেটকারটির অবস্থান সনাক্তের চেষ্টা অব্যাহত রাখা হয়। আজ ৩১ মে ২০১৯ তারিখ রাত অনুমান ০২.৩০ ঘটিকা হতে গাজীপুর জেলার সদর থানাধীন পোড়াবাড়ী বাজার এলাকায় আভিযানিক দলটি তিন ভাগে বিভক্ত হয়ে উক্ত গাড়ীটির আগমন ও গতিবিধি অনুসরণ করার লক্ষ্যে অবস্থান নেয়। যার ফলশ্রæতিতে অনুমান ০৩.২০ ঘটিকার সময় ইয়াবা এর চালানের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটির অবস্থান পোড়াবাড়ী বাজার এলাকায় সনাক্ত করা সম্ভব হয়। অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর নেতৃত্বে আভিযানিক দলটি তাৎক্ষনিক গাজীপুর জেলার সদর থানাধীন পোবাড়ী বাজারস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর উক্ত প্রাইভেটকাটির গতিরোধ করলে আসামীদ্বয় পালিয়া যাওয়ার চেষ্টাকালে সংগীয় ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ মেহেদী হাসান নাদিম(৩৭), পিতা- মৃত হাবিবুর রহমান, সাং-নাসকান্দা (বাসা নং-৭), থানা-কোতয়ালী, জেলা-ময়মনসিংহ, ২। মোঃ কামাল হোসেন(৫০), পিতা-মৃত আব্দুল আজিজুল রহমান (খোকা), সাং-আকুয়া, থানা-কোতয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। এর সময় উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামীদের দখল হতে ৩০০০(তিন হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, ০১ (এক)টি বিদেশী পিস্তল, ০১(এক)টি ম্যাগাজিন, ০৫(পাঁচ) রাউন্ড গুলি, নগদ ২৬,৯১৫/- টাকা এবং ০৩টি মোবাইল ফোন এবং ইয়াবা বহনের কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার জব্দ করা হয়।
ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ চোরাইপথে বিদেশী মাদক আমদানি করিয়া গাজীপুর জেলারসহ ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসিতেছিল। অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা নিজ হেফাজতে রাখিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(খ)/৪১/২৫ ধারার অপরাধ করিয়াছে।
উদ্বারকৃত অস্ত্র, মাদক, প্রাইভেটকার, নগদ টাকা, মোবাইল ফোন ও গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সদর
থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here