গাজীপুর সিটি করপোরেশনের ১৪ কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

0
247
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : অনিয়ম-দুর্নীতিসহ নানা অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের ১৪ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার সকালে নোটিশ দেওয়ার পর তাদের ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। মেয়র সকালে নগর ভবনে সাংবাদিকদের বলেন, এর আগে সব কর্মকর্তা-কর্মচারীকে কোনো প্রকার দুর্নীতি ও অনিয়মের সঙ্গে না জড়ানোর জন্য সতর্ক করা হয়। কিন্তু কিছু কর্মকর্তা-কর্মচারী নানা ধরনের দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত হন। তারা সাত মাসেও সংশোধন হননি। পরে নাগরিকদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ১৪ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাদের মধ্যে পাঁচজন কর্মকর্তা আর নয়জন কর্মচারী রয়েছেন। তবে মেয়র তাদের নাম বলেননি। তিনি বলেন, ওই সব কর্মকর্তা-কর্মচারীরা লাইসেন্স, ট্যাক্স, প্রকৌশল ও সাচিবিক বিভাগে কর্মরত রয়েছেন। নোটিশের জবাব না দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপযুক্ত জবাব না দিতে পারলে তাদের সাময়িকভাবে বরখাস্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here