গাবতলীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

0
97
728×90 Banner

আল আমিন মন্ডল (বগুড়া) ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট বালক (অনূর্ধ্ব (১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট, বালিকা (অনূর্ধ্ব (১৭) ২০২১ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রোববার বগুড়ার গাবতলী পাইলট হাইস্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই বেলুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোছাঃ ইউএনও রওনক জাহান। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সালমা আকতার, মডেল থানার ওসি জিয়া লতিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, মহিলা ভাইস চেয়ারম্যান রেকসেনা জালাল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম ভূলন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, সমবায় কর্মকর্তা আশাদুজ্জামান ভূইয়া, সহকারী শিক্ষা অফিসার আশরাফ আলী ও বুলবুল আহমেদ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খাজা নাজিমুদ্দিন ও হুমায়ন আলম চাঁন্দু, প্রধান শিক্ষক এমদাদুল হক, মোস্তাফিজার রহমান মজনু, আনোয়ারুল ইসলাম টিটু, ইউপি চেয়ারম্যান লতিফুল বারী মিন্টু, মফিদুল ইসলাম, আব্দুল মতিন মিঠু, আলমগীর হোসাইন, সেকেন্দার আলী, আগা নিহাল বিন জলিল তপন, নজরুল ইসলাম মিন্টু, আমিনুল ইসলাম, গোফ্ফার আলী, সাইফুল ইসলাম, মাহবুবর রহমান, পৌর সভার পক্ষে আবু সাঈদ, পৌর যুবলীগের সভাপতি হিরণ পাইকার, পৌর ছাত্রলীগের সভাপতি কৌশিক আহম্মেদ প্রমুখ। উদ্বোধনী খেলায় রামেশ্বরপুর ইউনিয়নকে নশিপুর ইউনিয়ন (৩-০) গোলে হারিয়ে জয়লাভ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here