গাবতলীতে মুক্তিযোদ্ধা মহসিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

0
160
728×90 Banner

আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি : বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়নের অর্ন্তগত ২০নং সরধনকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ইন্না—- রাজিউন। গত শনিবার তিনি হৃদ রোগে আক্রান্ত হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত্যু বলে ঘোষনা করেন। তিনি স্থানীয় আটাপাড়া গ্রামের মৃত রইচ উদ্দিন মোল্লার ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১বছর। তিনি স্ত্রী, ২ছেলে, ২মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পরের দিন রোববার সকাল ১০টায় স্থানীয় সোনারায় ঈদগা মাঠে গার্ড অব অনারের পর তাঁর নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। এতে শরিক হয়ে ছিলেন তাঁর সহকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এ দিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ২০নং সরধনকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষকগণ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here