গাসিক মেয়র জায়েদার প্রধান উপদেষ্টা হলেন ছেলে জাহাঙ্গীর

0
76
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনের প্রধান উপদেষ্টা মনোনীত হয়েছেন তার ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর সিটির তৃতীয় পরিষদের প্রথম করপোরেশন সভায় কাউন্সিলদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উন্নয়নের গতি বৃদ্ধির লক্ষ্যে ৮নং ওয়ার্ড (কোনাবাড়ী) কাউন্সিলর সেলিম রহমান এ পদে জাহাঙ্গীরের নাম প্রস্তাব করেন। এছাড়া সভায় সাবেক মেয়র জাহাঙ্গীরকে ষড়যন্ত্র করে ২১ মাস বাইরে রেখে উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করায় এবং ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রতিবাদ জানিয়ে নিন্দা প্রস্তাব নেওয়া হয়। একই সভায় সাবেক ভারপ্রাপ্ত মেয়রের একক সিদ্ধান্তে অবৈধভাবে বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর পদোন্নতি বিষয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
নগরভবনের সম্মেলন কক্ষে সোমবার দুপুরে এ সভায় সভাপতিত্ব করেন মেয়র জায়েদা খাতুন। বক্তব্য দেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এএসএম সফিউল আজম, সচিব আব্দুল হান্নান, প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম, চিফ রেভিনিউ অফিসার (সিআরও) এহসানুল মামুন, কাউন্সিলর হাসান আজমল ভূইয়া, মনিরুজ্জামান, মিজানুর রহমান প্রমুখ। ৫৭টি ওয়ার্ডের সংরক্ষিতসহ মোট ৭৬ কাউন্সিলরের মধ্যে ৭০ জন সভায় উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here